সোমবার, ১১ জুন, ২০১২

কালকিনিতে গাজা ও ইয়াবাসহ দুই জন আটক

কালকিনি অফিস :
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর কালুর ব্রীজ থেকে গত শনিবার সন্ধ্যায়  গাজা ও ইয়াবাসহ দুই যুবককে  আটক করে জেলহাজতে পাঠিয়েছে কালকিনি থানা পুলিশ।
জানা যায়, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর কালুর ব্রীজ থেকে গত শনিবার সন্ধ্যায়   গাজা ও ইয়াবা বিক্রি করার সময়  রমজানপুর  ইউনিয়নের চরআইর কান্দি গ্রামের হাজি শওকত সরদারের ছেলে সাইফুল (৩২) ও রমজানপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের সিরাজ খানের ছেলে মিলন (৩৮) কে আটক কওে পুলিশ। পুলিশ সাইফুলের কাছ থেকে ৫০ গ্রাম গাজা ও মিলনের কাছে থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে গতকাল রবিবার কালকিনি থানায় মাদকদ্রব্য আইনে একটি  মামলা করে তাদের  জেলহাজতে পাঠানো হয়।
এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক হাসান বলেন,‘দু’জনকে গাজা ও ইয়াবা বিক্রির সময় আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন