বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন নৌমন্ত্রী

সালাহ উদ্দিন মাহমুদ ও বি এ কে মামুন:
মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনের স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ভবনের নির্ধারিত স্থান পরিদর্শণ করেন। মাদারীপুর শকুনি লেকের দক্ষিণ পাড় থেকে স্থানান্তরিত করে মাদারীপুর- শরীয়তপুর সড়কের লালুনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে নতুন ভবনের স্থান নির্ধারণ করা হয়। গতকাল শুক্রবার সকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, আরডিসি সৈয়দ ফারুক আহমেদ, সাবেক পৌর মেয়র নুরে আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, সৈয়দ সেলিম, শিল্পকলা একাডেমীর কার্যকরি সদস্য ডাঃ রেজাউল আমিন, নাট্য প্রশিক্ষক আ জ ম কামাল, সংগীত প্রশিক্ষক সিমা সাহা, আবৃত্তি প্রশিক্ষক ইমরান সাগর, নৃত্য প্রশিক্ষক আজিজুল ইসলাম স্বপন ও একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ। মন্ত্রী এসময় আগামী ১৯ জুন ঢাকায় নাট্যোৎসবে মাদারীপুর শিল্পকলা একাডেমীর নাটক বিভাগের ‘একটাই চাওয়া’ নাটক মঞ্চস্থ করতে যাতায়াতের জন্য গাড়ি ও অভিনেতাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন