শহিদুল ইসলাম :
গভীর রাতে ঘরের ভিতর তল্লাশী চলাকালে একটি বাড়ি থেকে কোদাল নিয়ে দু’ঘন্টা পরে ফেরত দেয়ার বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় জানতে চাইলে কালকিনি প্রেসক্লাবের প্রচার সম্পাদক রফিকুল ইসলামকে মুঠোফোনে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল বলেন, ‘পাবলিকশালারা কত কথাই বলবে আপনারা সাংবাদিকরা শুনেন কেন? যা পারেন লিখেন। দেখি আপনারা লিখে কি করতে পারেন, এর আগেও তো অনেক লিখেছেন। কোদাল নিয়ে পুলিশ কি করতে পারে আপনারা জানেন না? আপনাদের কি কোন কমনসেন্স নাই? পাবলিকের কথা শুনে লিখে দেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টায় ওসি শাহীন মন্ডলের নেতৃত্বে পুলিশের টিম পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে বাড়ি বাড়ি তল্লাশী করার সময় ধলু বেপারীর স্ত্রী সেতেরা বেগমের কাছ থেকে একটি কোদাল নিয়ে দু’ঘন্টা পরে ফেরত দিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা ও ওসি’র ব্যক্তিগত দ্বন্ধের কারণে কোন ষরযন্ত্র করতে পারে। বিষয়টি বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকদের অবহিত করেন। প্রেসক্লাবে উপস্থিত হয়ে ফুলসোনা বেগম, রহিমা বেগম, মাহফুজা বেগম, খাদিজা বেগম, ইয়াসমিন ও খাদিজা আক্তার বলেন, ‘ঘরে পুরুষদের না পেয়ে পুলিশ এখন কোদাল নিয়ে ষরযন্ত্র শুরু করেছে। আমরা এখন অজানা আতংকে রয়েছি। পুলিশ আটকঅভিযানের সময় পুরুষদের না পেয়ে নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেিছ।’ তারা জানান, পুলিশের ভয়ে উত্তর রাজদী, জোনারদন্দী, লামচরী, কাশিমপুর, রামনগর ও মিনাজদী গ্রামে গত ৪দিন যাবৎ কোন পুরুষ ঘরে থাকতে পারছে না। এখন অস্ত্র মাটিতে পুঁতে রেখে কাউকে ধরাতে পারেন।
পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, ‘পুলিশ জনগণের সেবক। সে সাধারণ মানুষকে গালিগালাজ করতে পারেনা। ওসি গালিগালাজ করে থাকলে পুলিশ বিভাগের বদনাম করেছে। বিষয়টি আমি দেখবো।’
গভীর রাতে ঘরের ভিতর তল্লাশী চলাকালে একটি বাড়ি থেকে কোদাল নিয়ে দু’ঘন্টা পরে ফেরত দেয়ার বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় জানতে চাইলে কালকিনি প্রেসক্লাবের প্রচার সম্পাদক রফিকুল ইসলামকে মুঠোফোনে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল বলেন, ‘পাবলিকশালারা কত কথাই বলবে আপনারা সাংবাদিকরা শুনেন কেন? যা পারেন লিখেন। দেখি আপনারা লিখে কি করতে পারেন, এর আগেও তো অনেক লিখেছেন। কোদাল নিয়ে পুলিশ কি করতে পারে আপনারা জানেন না? আপনাদের কি কোন কমনসেন্স নাই? পাবলিকের কথা শুনে লিখে দেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টায় ওসি শাহীন মন্ডলের নেতৃত্বে পুলিশের টিম পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে বাড়ি বাড়ি তল্লাশী করার সময় ধলু বেপারীর স্ত্রী সেতেরা বেগমের কাছ থেকে একটি কোদাল নিয়ে দু’ঘন্টা পরে ফেরত দিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা ও ওসি’র ব্যক্তিগত দ্বন্ধের কারণে কোন ষরযন্ত্র করতে পারে। বিষয়টি বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকদের অবহিত করেন। প্রেসক্লাবে উপস্থিত হয়ে ফুলসোনা বেগম, রহিমা বেগম, মাহফুজা বেগম, খাদিজা বেগম, ইয়াসমিন ও খাদিজা আক্তার বলেন, ‘ঘরে পুরুষদের না পেয়ে পুলিশ এখন কোদাল নিয়ে ষরযন্ত্র শুরু করেছে। আমরা এখন অজানা আতংকে রয়েছি। পুলিশ আটকঅভিযানের সময় পুরুষদের না পেয়ে নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেিছ।’ তারা জানান, পুলিশের ভয়ে উত্তর রাজদী, জোনারদন্দী, লামচরী, কাশিমপুর, রামনগর ও মিনাজদী গ্রামে গত ৪দিন যাবৎ কোন পুরুষ ঘরে থাকতে পারছে না। এখন অস্ত্র মাটিতে পুঁতে রেখে কাউকে ধরাতে পারেন।
পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, ‘পুলিশ জনগণের সেবক। সে সাধারণ মানুষকে গালিগালাজ করতে পারেনা। ওসি গালিগালাজ করে থাকলে পুলিশ বিভাগের বদনাম করেছে। বিষয়টি আমি দেখবো।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন