শুক্রবার, ১১ মে, ২০১২

১৭ দফা বাস্তবায়নের দাবী কালকিনি শিক্ষক সমিতির

রফিকুল ইসলাম :
কালকিনি উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে ১৭ দফা বাস্তবায়নের দাবীতে মঙ্গলবার বিকাল ৫টায় কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দাসের সভাপতিত্বে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ মান্নান। বক্তব্য রাখেন কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম নজরুল ইসলাম, কালকিনি বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ বাড়ৈ, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.ডি আঃ লতিফ মিয়া, দর্শনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেনন্দ্রনাথ বিশ্বাস, এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়মুম হাসান,  শিক্ষক মনিরুজ্জামান, নুরে আলম, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও এনায়েত হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন