সোমবার, ৯ এপ্রিল, ২০১২

কালকিনিতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

 আজ দুপুর ২টায় কালকিনিতে ইয়াকুব নামের ৭বছরের এক স্কুলছাত্র বজ্রপাতে নিহত হয়েছে। এ সময় আরো একজন ট্রাক্টর চালক আহত হয়েছেন। নিহত ইয়াকুব উপজেলার আলীনগর ইউনিয়নের কানাইপুর গ্রামের কালাম হাওলাদারের ছেলে এবং কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে জমিতে ফারুক হাওলাদার (৩৫) ট্রাক্টর দিয়ে জমিচাষ করছিল এবং ইয়াকুব দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা দু’জনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার শামীম চৌধুরী বলেন, বজ্রপাতের শব্দে ইয়াকুব হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যায়। আর ফারুক চিকিৎসায় জ্ঞান ফিরে পেয়েছে। সে আশঙ্কামুক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন