রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী’র বৈশাখী অনুষ্ঠান



সালাহ উদ্দিন মাহমুদ :
বাংলা নববর্ষ উপলক্ষে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী’র উদ্যোগে শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের অংশগ্রহণে সকাল ৭টায় বর্ণাঢ্য র‌্যালী বিদ্যালয় মাঠ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে শেষ হয়।

পরে প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেনের সভাপতিত্বে শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়াজ, উপজেলাা শিক্ষক সমিতির সভাপতি কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দাস, উদীচী শিল্পীগোষ্ঠী কালকিনি শাখার সহসভাপতি জহিরুল আলম সিদ্দিকী ডালিম, সাধারণ সম্পাদক মাজারুল আলম, সাহেবরামপুর উইনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন