রবিবার, ৬ মে, ২০১২

হাওয়া থেকে পাওয়া আতংকের নাম খাশেরহাট আড়িয়াল খাঁ সেতু


কালকিনি প্রতিনিধি :আড়িয়াল খাঁ সেতু নির্মাণ কাজ শেষে যাতায়াত চালু করতে হলে সেতুর পিলারে ১৫১ জন মানুষের রক্ত দিতে হবে- এমন গুজবে আতংকিত হয়ে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ইতোমধ্যে আতংকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘটনাটা ঘটেছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাশের হাট বন্দরের আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত সেতুকে ঘিরে।

বাঁশগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গুজব আতংঙ্ক ছড়িয়ে পড়েছে যে আড়িয়াল খা সেতু নির্মাণে ১৫১ জন মানুষের জীবন দিতে হবে। এই গুজবে এলাকার কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। গুজবে গ্রামাঞ্চলের অভিভাবকদের মধ্যেও আতংঙ্কের সৃষ্টি হয়েছে।

¯œানঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সবুজ (৭), রনি (৭) ও প্রথম শ্রেণির ছাত্র নাইম (৬) জানায়, আমরা শুনেছি আড়িয়াল খা সেতুর জন্য ১৫১ জন মানুষের মাথা কেটে রক্ত দিতে হবে। নয়তো সেতু নির্মাণ করা যাবেনা। এই ভয়ে আমাদের মা-বাবা স্কুলে যেতে দিতে চায়নি।

গভীর দুঃখ প্রকাশ করে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, গুজবটি এত শক্তিশালী যে শিশু শিক্ষার্থীদের বুঝিয়ে স্কুল মুখো করতে আমাদের প্রায় ২০ দিন লেগে গেছে ।

বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব আকন মোশাররফ হোসেন জানান, বিভিন্ন বিদ্যালয়ের অভিভাবকরা গুজব সম্পর্কে জানতে এসেছিল। আমি তাদের বুঝিয়ে বলেছি ব্যাপারটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন