মঙ্গলবার, ১৫ মে, ২০১২

কালকিনিতে উপজেলা চেয়ারম্যানের অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌরমেয়রকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন ওসি

কালকিনি অফিস :
কালকিনি উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জরুরী সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল পৌরসভার মেয়রকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। ৩ ঘন্টাব্যাপী সভায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে ওসি এই ঘোষণা দেন। তিনি পৌরমেয়র এনায়েত হোসেনকে ধরিয়ে দিতে সভায় উপস্থিত সকলকে অনুরোধ জানিয়েছেন। 
রবিবার রাত ১২টায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকের অফিসের বারান্দার ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পৌর মেয়রকে প্রধান আসামী করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা রেকর্ড করে। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়- ‘আওয়ামীলীগ আইনের প্রতি আস্থাশিল থাকায় রাজনৈতিক কর্মসূচিতে যাবে না।’ এই সিদ্ধান্তের পরের দিন ইউএনও শাহরিয়াজের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এই জরুরী সভা অনুষ্ঠিত হল। সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এতে ওসি শাহীন মন্ডল তার বক্তব্যে বলেন, মেয়রকে ধরতে না পারলে আমি কালকিনি থানা থেকে চলে যাব। উপজেলার সবাই এখানে আছেন, আপনাদের সহযোগীতায় আমি তাকে আটক করতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন