লিফলেট ও বই বিতরন কালে এলাকাবাসীর সাথে সংঘর্ষ
গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে ইসলাম বিরোধী লিফলেট ও বই বিতরনকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে এলাকাবাসীর সাথে হিযবুত তাওহীদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে চার হিযবুত তাওহীদের নেতাকর্মীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনেন।
হোসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হিযবুত তাওহীদের ৮ থেকে ১০ নেতা-কর্মীরা হোসনাবাদ বাজারে ইসলাম বিরোধী লিফলেট ও বই বিতরন করে। এসময় তারা বলে কালেমার মধ্যে ভুল আছে। কালেমা ঠিক নয়। এ ছাড়া ইসলাম বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে। স্থানীয় বাজারের মুসলমানের মধ্যে ধর্মের অনুভতিতে আঘাত আনে। এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে হিযবুত তাওহীদের লোকজন হামলা চালিয়ে স্থানীয় জুট ব্যবসায়ী বাদল হাওলাদারের ওপর হামলা চালায়। এ প্রতিবাদে ব্যবসায়ীরা পাল্টা হামলা চালায়। উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ব্যবসায়ী সরোয়ার হোসেন, রাজ্জাক তালুকদার, মান্নাসহ পাঁচ জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ধাওয়া করে হিযবুত তাওহীদের নেতা শেখ মহিতুর রহমান মুন্না, কর্মী শহিদুল ইসলাম ফকির, মারুফ বিল্ল¬াহ, আক্কাস মৃধাকে পচিশটি লিফলেট ও ১০ টি বইসহ আটক করে। হামলার প্রতিবাদে ও আটককৃতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক শাহজালাল খলিফা জানান, আটককৃতদের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে ইসলাম বিরোধী লিফলেট ও বই বিতরনকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে এলাকাবাসীর সাথে হিযবুত তাওহীদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে চার হিযবুত তাওহীদের নেতাকর্মীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনেন।
হোসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হিযবুত তাওহীদের ৮ থেকে ১০ নেতা-কর্মীরা হোসনাবাদ বাজারে ইসলাম বিরোধী লিফলেট ও বই বিতরন করে। এসময় তারা বলে কালেমার মধ্যে ভুল আছে। কালেমা ঠিক নয়। এ ছাড়া ইসলাম বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে। স্থানীয় বাজারের মুসলমানের মধ্যে ধর্মের অনুভতিতে আঘাত আনে। এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে হিযবুত তাওহীদের লোকজন হামলা চালিয়ে স্থানীয় জুট ব্যবসায়ী বাদল হাওলাদারের ওপর হামলা চালায়। এ প্রতিবাদে ব্যবসায়ীরা পাল্টা হামলা চালায়। উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ব্যবসায়ী সরোয়ার হোসেন, রাজ্জাক তালুকদার, মান্নাসহ পাঁচ জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ধাওয়া করে হিযবুত তাওহীদের নেতা শেখ মহিতুর রহমান মুন্না, কর্মী শহিদুল ইসলাম ফকির, মারুফ বিল্ল¬াহ, আক্কাস মৃধাকে পচিশটি লিফলেট ও ১০ টি বইসহ আটক করে। হামলার প্রতিবাদে ও আটককৃতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক শাহজালাল খলিফা জানান, আটককৃতদের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন