মঙ্গলবার, ২২ মে, ২০১২

কালকিনিতে জমি সক্রান্ত বিরোধে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

কালকিনি অফিস :
ঢাকা- বরিশাল মহাসড়ক সংলগ্ন কালকিনি পৌর এলাকার মজিদবাড়ী-ভুরঘাটায় ৮শতাংশ জমি নিয়ে আব্দুল রব মুন্সী ও চেয়ারআলী চৌকিদারের মধ্যে দীর্ঘ দিন যাবৎ মামলা মোকাদ্দমা চলে আসছে। জমিটির মালিকাকানার বিষয়য়ে গত ১৯ মে বেড়া দিয়ে ভবন নির্মাণকাজ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ একজন আরেক জনকে দোষারোপ করে মঙ্গলবার সকালে কালকিনি প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সরেজমিন ও অভিযোগ সুত্রে জানা গেছে, ১৯৮৮ সালে চেয়ারআলী চৌকিদার ৩৫১৩ নং এওজ দলিল মুলে আব্দুল রব মুন্সীকে রেজিষ্ট্রিরি দলিল দিলে তিনি সেখানে কাঁচা-পাঁকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। ২০০৩ সালে চেয়ারআলী ঐ জমির খালি অংশে দখলে গিয়ে কাচা ঘর নির্মাণ করে সে আদালতে এওজ দলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে একে অপরের প্রতি মামলা-হামলা, ঘর ভাঙ্গা, ভবন নির্মাণসহ মারমূখী অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে আব্দুল রব মুন্সী সংবাদ সম্মেলনে বলেন, চেয়ারআলী চৌকিদারের সাথে জমির এওজ হওয়ার পর থেকেই আমি জমির দখল আছি। ২৫ বছর ধরে ঐ জমিতে আমার বাড়ী নির্মিত। একের পর এক সে আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, জোর করে আমার জমি দখল নিতে চায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমে এর প্রতিকার হবে।
মুন্সী রেজাউল করিম বলেন, চেয়ারআলী চৌকিদারের কোন ঘর ঐ জায়গায় কখনো ছিলনা । ঐ জায়গায় আব্দুর রব মুন্সীর কাচারী ঘর ছিল। ঝড়ে ঘরটি ভেঙ্গেগেলে তা পুনরায় মেরামতের ব্যাবস্থা নিলে চেয়ারআলী মিথ্যা তথ্যদিয়ে আদালতে একটি অভিযোর দায়ের করেন। ঐ বাড়ীর পৌর সভার হোল্ডিং নং ২ যার নিয়মিত পৌর কর পরিষদ করা।
এদিকে চেয়ারআলী চৌকিদার সংবাদ সম্মেলনে জানান, আমি লেখা পড়া জানিনা, জমি এওজ বদলের নামে আব্দুল রব মুন্সি আমার সাথে প্রতারণা করেছে। আমার জমি লিখে নিলেও সে অন্যের জমি আমাকে দলিল দিয়েছেন। এই প্রতারণার বিরুদ্ধে ও এওজ বদলের নিবন্ধনকৃত দলিল বাতিলের জন্য এবং আমার জমি ফেরৎ পেতে ২০০৩ সালে আদালতে মামলা করেছি। সে রাতের আঁধারে সন্ত্রাসী দিয়ে আমার ঘর ভেঙ্গে দেশীয় অস্ত্র প্রদর্শন করে জোর পুর্বক ঘর নির্মাণ করতেছে। আদালত বর্তমানে ঐ জমির উপর ১৪৫ ধারা জারি করলেও তা তিনি অমান্য করে চলছেন।
কালকিনি থানার উপপরিদর্শক ফায়েকুজ্জামান জানান, আদালতের নির্দেশ অমান্য করে আবদুর রব মুন্সি ভবন নির্মাণকাজ শুরু করলে তা বন্ধ করে দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন