বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

গৌরনদীতে ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রদল নেতা আহত

গৌরনদী প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ছাত্রলীগ কর্মীদের হামলায়  ছাত্রদলের ২ নেতা গুরুতর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় ছাত্রদল নেতা রাব্বি সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে রাব্বির সমর্থকরা রাতেই টরকী বন্দরে বিক্ষোভ মিছিল করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা   কাওছার হোসেন, আবদুস ছালাম, আরিফ সম্প্রতি হামলা চালিয়ে উপজেলার বার্থী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সৌরভ খানকে মারধর করে । গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে কাওছার হোসেন, আবদুস ছালাম ও আরিফ টরকী বন্দরের ওয়াজেদ আলী মার্কেটে আসে। এ সময় সৌরভের বন্ধু গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্মসম্পাদক রাব্বি সরদার, ছাত্রদল নেতা রুমন বন্ধু সৌরভকে মারধর করার কারণ জানতে চায়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে রাব্বি ও রুমনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত  জখম করে ছাত্রলীগ নেতারা। আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১০ টার দিকে রাব্বিকে বরিশাল শেবাচিম  হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে রাব্বির সমর্থকরা তাৎক্ষনিক টরকী বন্দরে বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। এ সময় গোটা বন্দর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন