বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ. মহিলাসহ আহত ১০

গৌরনদী প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামে দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টাহামলা ও সংঘর্ষে তিন মহিলাসহ উভয় পক্ষের  ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার বিকেলে উপজেলার বাঘমারা গ্রামের নবীন হাওলাদারের সাথে পাশ্ববর্তী কমলাপুর গ্রামের ফেরদৌস সরদারের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে নবীন হাওলাদারের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাঘমারা গ্রামের পল্ল¬ী চিকিৎসক আশ্রাফুল ইসলামের বাড়ির কাছে কমলাপুর গ্রামের নসিমন চালক লিটন সরদারের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ খবর জানাজানি হলে ফেরদৌস সরদারের নেতুত্বে পাল্টাহামলা চালালে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ও সংঘর্ষে মিতু খানম (১৫), আসলাম সরদার (৫০), রোকসোনা বেগম (২২), লিলি বেগম (৫০), নবীন হামলাদার (১৮), আলী আকবর (৩৬)সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। প্রথম চার জনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা  হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।উভয় পক্ষের  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন