রবিবার, ৬ মে, ২০১২

কালকিনিতে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ, আহত-৪


কালকিনি প্রতিনিধি :উপজেলার পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর অলিল হাওলাদার ও তার চাচাত ভাই সাবেক কাউন্সিল খলিল হাওলাদারের পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় বিস্ফোরিত বোমায় উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা হল- ইমারাত হাওলাদার, সবুজ বেপারী, মাহাবুব চৌকিদার ও তলিম হাওলাদার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খলিল হাওলাদারের পক্ষের সবুজ হাওলাদার ও আলাউদ্দিন হাওলাদার কালকিনি কাঁচা বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার সময় পালোয়ান বাড়ির সামনে গেলে তাদের দু’জনের উপর অলিল হাওলাদারের লোকজন হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন