বুধবার, ১৬ মে, ২০১২

গৌরনদীতে হেযবুত তওহীদের ৬ নারী সদস্য গ্রেফতার লিফলেট ও বই উদ্ধার

গৌরনদী প্রতিনিধি :
উগ্র মৌলবাদী সংগঠন হেযবুত তওহীদের নারী সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামে ইসলাম বিরোধী কথাবার্তা বলে তাদের সংগঠনের বই ও লিফলেট বিতরণ কালে ওই সংগঠনের নারী ৬ সদস্যাকে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে সংগঠনের প্রধান টাঙ্গাইলের করোটিয়ার বায়াজীদ খান পন্নীর লেখা ৩৯টি বই ও ৫০টি লিফলেট উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হেযবুত তওহীদের নারী ৭/৮ জন নারী সদস্য উপজেলার আধুনা গ্রামে গিয়ে সংগঠনের প্রধান টাঙ্গাইলের  করোটিয়ার বায়জিদ খান পন্নীর লেখা বই ও লিফলেট বিতরণ করতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের দুলাল খানের বাড়িতে গিয়ে তারা দাবি করে কালেমার মধ্যে ভুল আছে এবং কালেমা ঠিক নয়। এ ছাড়া তারা আগের প্রচারিত ইসলাম সত্য নয় ও ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়সহ ইসলাম বিরোধী নানা কথাবার্তা বলতে থাকে। এতে ওই বাড়ির মহিলা ও পুরুষ সদস্যসহ প্রতিবেশী মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়দের সাথে নারী সদস্যাদের বাকবিতন্ডার বাঁধে। এক পর্যায়ে স্থানীয়রা হেযবুত তওহীদের উপজেলার আঞ্চলিক আমীর শাহাজিরা গ্রামের মান্নান মীরের স্ত্রী দলনেত্রী বকুল বেগম(৫০), একই গ্রামের আব্বাস উদ্দিন বেপারীর কন্যা বাবুগঞ্জের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মোসাঃ বিথী আক্তার (১৬), আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী শাহানাজ (৪৫), সাকোকাঠি গ্রামের মফসের আলী খানের স্ত্রী মাহিনুর বেগম (৩৮), একই গ্রামের মোবারক হাওলাদারের কন্যা বাবুগঞ্জের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী নাজমুন নাহার বিথী (১৫), নলছিটি থানার তিমিরকাঠি গ্রামের মোঃ হারুন আর রশিদের কন্যা তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মোসাঃ আমেনা আক্তার (১৬) কে আটক করে। স্থানীয় জামে মসজিদের মাইকে জনৈক মুসল¬ী হেজবুত তওহীদের নারী ‘সদস্যদের আটকের  ঘটনা মাইকিং করে। এতে শত শত এলাকাবাসী ছুটে এসে আটককৃত  সদস্যাদের গণধোলাই দিয়ে উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মোঃ শাহজালাল খলিফা একদল পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে হেযবুত তওহীদের ওই ৬ সদস্যাকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে সংগঠনের প্রধান টাঙ্গাইলের করোটিয়ার বায়াজিদ খান পন্নীর লেখা আল¬াহর মোজেজা’র ৬টি বই, মহাসত্যের আহ্বায়ন’র ২৪ টি বই, হেযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য’র ৪টি বই, জেহাদ কেতাল ও সন্ত্রাস’র ৫টি বই. ৫০টি লিফলেট ও ৪টি ভিডিও সিডি উদ্ধার করে। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃত ওই ৬ নারী সদস্যকে গৌরনদী থানায় নিয়ে আসেন। উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস, আই শাহজালাল খলিফা জানান, আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার করে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে উপজেলার হোসনাবাদ বাজারে ওই সংগঠনের বই ও লিফলেট বিতরণ কালে এলাকাবাসী হেজবুত তওহীদের ৪ নোতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন