শুক্রবার, ১১ মে, ২০১২

কালকিনিতে দুই যুবককে থানায় অমানবিক নির্যাতনের ঘটনার তদন্তে কমিটি গঠন

বিল্লাল হোসেন : কালকিনি থানায় দুই যুবককে আটকের পর অমানবিক নির্যাতনের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাদারীপুর পুলিশ সুপার নজরুল হোসেন জানান, ‘খলিল হাওলাদার ও কাশেম বেপারী নামের দুজনকে মামলা না থাকলেও আক্রোশ বশত: থানায় আটকে ওসিসহ ৩/৪জ এসআই মিলে অমানবিক নির্য়াতনের বিষয়টি সংবাদকর্মীদের কাছে শুনেই মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’
ভূক্তভোগী সুত্রে জানা যায়, গত সোমবার রাত ৮ টায় কালকিনি মাছ বাজারের কাছ থেকে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার খলিল হাওলাদার ও চর ঠেঙ্গামারা গ্রামের আঃ গণি বেপারির ছেলে আবুল কাশেমকে কোন মামলা ছাড়াই আটক করা হয়। আটকের পর থানায় এনে ওসি শাহীন মন্ডল, এসআই নুর হোসেন, ফায়েকুজ্জামান ও আশফাকুল ইসলাম মিলে অমানবিক নির্যাতন চালায়। এ সময় অজ্ঞান হয়ে পড়লে রাত ১১ টা ৩৫ মিনিটে আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় থানায় নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার অপূর্ব মল্লিক রোগিকে ভর্তি করতে বললেও পুলিশ ভর্তি করেনি। কিন্তু থানায় কোন মামলা না থাকায় পুলিশ মঙ্গলবার সকালে আবুল কাশেমকে ছেড়ে দেয়। পরে কাশেমের স্বজনরা তাকে থানা থেকে নিয়ে দুপুর সোয়া ১২ টায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কাশেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ সুপার ওই তদন্ত কমিটি গঠন করেন।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল জানান, ‘তদন্ত কমিটি মঙ্গবার রাত সাড়ে ৯টায় থানায় পরিদর্শন করেছে এবং এখনো তদন্তকাজ চলছে।’


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন