শহিদুল ইসলাম :
মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগের এক নেতার হুমকীতে ধর্মঘট পালন করেছেন দলিল লেখকরা। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। উপজেলা দলিল লেখক সমিতি মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে থানায় একাটি সাধারণ ডায়রী করা হয়েছে।
জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের নেতা আলাউদ্দিন সরদার তার ছেলের জন্য দলিল লেখকের সনদ পাওয়ার জন্য উপজেলা দলিল লেখক সমিতির কাছে প্রত্যয়নপত্র চান। কিন্তু কোন সদস্য প্রত্যয়নপত্র দিতে না চাইলে তিনি দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেনকে উদ্দেশ্য করে বলেন- ‘কোন দলিল লেখক দলিল লিখতে গেলে তার হাত-পাঁ ভেঙে দিব।’ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে সামনে সোমবার বিকালে এ হুমকী প্রদানের পর মঙ্গলবার দলিল লেখা বন্ধ ছিল। এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি থানায় সাধারণ ডায়রী (নং ১৩৯৬) করেছেন।
দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেন মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে জানান, দলিল লেখকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে দলিল লেখেন। আওয়ামীলীগের নেতার হুমকীতে আমরা সবাই আতংকিত। তাই দলিল লেখা বন্ধ রেখে কর্মসূচি পালন করেছি।
সাধারণ সম্পাদক ইলিয়াজ হোসেন বলেন, প্রশাসনের আশ্বাসে বুধবার আমরা দলিল লিখব। তখন আমাদের উপর হামলা হলে বা আবার হুমকী দিলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
অভিযুক্ত আওয়ামীলীগনেতা আলাউদ্দিন সরদার বলেন, ওরা আমাদের দলিল লেখার সনদ করতে দিবে না বলে ষরযন্ত্র করছে। আমি কাউকে কোন ধরনের হুমকি ধামকি দেইনি।
দলিল লেখকদের ধর্মঘটের কথা স্বীকার করে উপজেলা সাব-রেজিষ্টার কর্মকর্তা বাদল বিশ্বাস বলেন, দলিল লেখার নতুন সনদ করা নিয়ে দ্বন্ধের জের ধরে দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রাখে। প্রশাসনের অনুরোধে বুধবার দলিল লেখকরা লিখবেন।
মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগের এক নেতার হুমকীতে ধর্মঘট পালন করেছেন দলিল লেখকরা। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। উপজেলা দলিল লেখক সমিতি মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে থানায় একাটি সাধারণ ডায়রী করা হয়েছে।
জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের নেতা আলাউদ্দিন সরদার তার ছেলের জন্য দলিল লেখকের সনদ পাওয়ার জন্য উপজেলা দলিল লেখক সমিতির কাছে প্রত্যয়নপত্র চান। কিন্তু কোন সদস্য প্রত্যয়নপত্র দিতে না চাইলে তিনি দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেনকে উদ্দেশ্য করে বলেন- ‘কোন দলিল লেখক দলিল লিখতে গেলে তার হাত-পাঁ ভেঙে দিব।’ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে সামনে সোমবার বিকালে এ হুমকী প্রদানের পর মঙ্গলবার দলিল লেখা বন্ধ ছিল। এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি থানায় সাধারণ ডায়রী (নং ১৩৯৬) করেছেন।
দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেন মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে জানান, দলিল লেখকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে দলিল লেখেন। আওয়ামীলীগের নেতার হুমকীতে আমরা সবাই আতংকিত। তাই দলিল লেখা বন্ধ রেখে কর্মসূচি পালন করেছি।
সাধারণ সম্পাদক ইলিয়াজ হোসেন বলেন, প্রশাসনের আশ্বাসে বুধবার আমরা দলিল লিখব। তখন আমাদের উপর হামলা হলে বা আবার হুমকী দিলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
অভিযুক্ত আওয়ামীলীগনেতা আলাউদ্দিন সরদার বলেন, ওরা আমাদের দলিল লেখার সনদ করতে দিবে না বলে ষরযন্ত্র করছে। আমি কাউকে কোন ধরনের হুমকি ধামকি দেইনি।
দলিল লেখকদের ধর্মঘটের কথা স্বীকার করে উপজেলা সাব-রেজিষ্টার কর্মকর্তা বাদল বিশ্বাস বলেন, দলিল লেখার নতুন সনদ করা নিয়ে দ্বন্ধের জের ধরে দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রাখে। প্রশাসনের অনুরোধে বুধবার দলিল লেখকরা লিখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন