মোঃ শহিদুল ইসলাম ও সালাহ উদ্দিন মাহমুদ :কালকিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের মোছলেম ফকিরের ছেলে ছোবাহান ফকিরের ১৬ শতাংশ জমির পানের বরজ তছনছ করে দিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সকালে একই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে লিটন হাওলাদারের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল এ হামলা চালায়।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, জমির মালিক মনির হাওলাদারের কাছ থেকে ১৪ বছর যাবৎ লিজ নিয়ে পান চাষ করে আসছে ছোবাহান ফকির।এবং ২০১৩ সাল পর্যন্ত লিজের টাকা পরিশোধ করা রয়েছে। গত ২ মাস আগে মনির হাওলাদারের ভাই আ: মান্নান হাওলাদার গোপনে লিটন হাওলাদারের কাছে বিক্রি করে। লিটন হাওলাদার পান চাষী ছোবাহান ফকিরকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার সকালে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে পানের বরজ ভেঙ্গে তছনছ করে দেয়। এতে ছোবাহান ফকিরের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ছোবাহান ফকির জানান,‘আমি জমি লিজ নিয়ে পান চাষ করেছি। সে জমি কিনে থাকলে আমাকে জানানো উচিৎ ছিল। সে আমাকে কিছু না জানিয়ে পানের বরজ তছনছ করে দিল। আমি এর ক্ষতিপূরণ চাই।’
এব্যাপারে লিটন হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কালকিনি থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান,‘ কাজটি অমানবিক। বরজের মালিককে না জানিয়ে ভাঙ্গা ঠিক হয়নি। দোষী ব্যক্তিদের নোটিশ করা হয়েছে। তারা মিমাংসায় না আসলে নিয়মিত মামলা হবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন