সোমবার, ৭ মে, ২০১২

শীর্ষচূড়া কোচিং সেন্টার থেকে ৪ শিক্ষকের পদত্যাগ

মেহেদী হাসান :
পৌর এলাকার চরঝাউতলা গ্রামে অবস্থিত ‘শীর্ষচূড়া কোচিং সেন্টার’ থেকে প্রতিষ্ঠানটির ৪ শিক্ষক পদত্যাগ করেছেন বলে তারা সাপ্তাহিক কালকিনিকে জানিয়েছেন। পদত্যাগকৃত শিক্ষকরা হচ্ছেন- আসাদুজ্জামান, আবদুল হালিম, পলাশ ও মেহেদী হাসান শাওন।
কালকিনি থানার উপ-পরিদর্শক ফায়েকুজ্জামান জানান, শীর্ষচূড়া কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম (সোহাগ) তার প্রতিষ্ঠানের বিভিন্নভাবে ক্ষতি ও ছাত্র নিয়ে নতুন কোচিং সেন্টার খুলতে পারে অভিযোগে থানায় সাধারণ ডায়রী করলে শনিবার থানা চত্বরে বিষয়টির মিমাংসা করা হয়। এতে পদত্যাগকৃত শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রমে অনীহা প্রকাশ করলে তাদের বকেয়া বেতনভাতাদি পরিশোধ করতে পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষক আসাদুজ্জামান ও মেহেদী হাসান শাওন বলেন, কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম বিভিন্নভাবে অনিয়ম ও শিক্ষাকে বাণিজ্য করার অপচেষ্টা অব্যাহত রাখায় আমরা তাতে বাঁধা দেয়ায় পরিচালক ক্ষীপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। তাই আমরা আর তার সাথে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন