বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

গৌরনদীতে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে আহত ১৮

গৌরনদী প্রতিনিধি :
 ঘর নির্মানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামে দু’গ্রুপের মধ্যে হামলাÑপাল্টাহামলা ও সংঘর্ষে তিন মহিলাসহ উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও আহতদের সুত্রে জানা গেছে, বাড়িসহ জমি নিয়ে উপজেলার বাঘমারা গ্রামের মোক্তার কবিরাজের সাথে প্রতিবেশী রফ ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ন জমিতে রফ ফকিরের ’গ্রুপের লোকেরা জোর করে ঘর তোলা শুরু করে। এ সময় প্রতিপক্ষ মন্নাত কবিরাজ ও সোমের্তবান জমিতে ঘর তুলতে বাঁধা দেয়। এ নিয়ে মন্নাত কবিরাজের সাথে রফ ফকিরের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হামলাÑপাল্টাহামলা ও সংঘর্ষে,মোক্তার কবিরাজ, মন্নাত কবিরাজ,বাবুল কবিরাজ, সায়েদ খান,সোমের্তবান, পারুল বেগম, প্রতিপক্ষের আইয়ুবালী বয়াতী, সোবাহান ফকির , হাবুল ফকির , বাবুল ফকির, হাকিম ফকির , মন্নাত ফকিরসহ উভয় পক্ষের ১৮ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম বলেন, মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন