রবিবার, ৬ মে, ২০১২

ধরা হল খালি হাতে, চালান হল ফেন্সিডিলসহ


কালকিনি প্রতিনিধি :কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ রোডের বৃষ্টি জেনারেল স্টোর থেকে সাইফুর রহমান রণি নামের এক ঠিকাদারকে আটক করে পুলিশ। অর্ধশতাধিক লোকের উপস্থিতিতে তাকে খালি হাতে আটক করলেও আটকের পরেরদিন ৫ বোতল ফেন্সিডিলসহ আদালতে চালান করার ঘটনায় উপজেলায় তোলপাড় চলছে।

জানা গেছে, বুধবার রাত ৮টায় কালকিনি থানার এসআই আশফাকুল ইসলাম ও ফায়েকুজ্জামানের নেতৃত্বে পুলিশের টিম রণিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সে পৌর এলাকার লামচরি গ্রামের সামাদ হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ইরান হাওলাদার, রবিউল সরদার ও কামাল সরদার বলেন, রণি আমাদের সাথে গল্প করছিল। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে আদালতে ফেন্সিডিলসহ চালান করেছে বলে শুনে আমরা বিস্মিত। তাকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য এই ঘটনা ঘটনো হয়েছে।

বৃষ্টি জেনারেল স্টোরের মালিক মোস্তফা বেপারী বলেন, রণি দোকানের ভিতরে বসে বিস্কুট খাচ্ছিলেন। এ সময় পুলিশ এসে কোন কিছু না বলে তাকে দোকান থেকে রাস্তায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পুলিশ দোকান থেকে রণিকে বের করে রাস্তায় আনলে শতাাধিক লোকজন জমায়েত হয়ে যায়। এ সময় তার শরীর খুঁজে পুলিশ কিছু না পেলেও ধরে নিয়ে যায়। এখন ফেন্সিডিলের কথা বলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী এসআই ফায়েকুজ্জামান জানান, ফেন্সিডিলের ঘটনা সত্য বা মিথ্যা তা আদালত প্রমাণ করবে। মিথ্যা হলেতো তাকে আদালত ছেড়ে দিবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন