কালকিনি অফিস :গত মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার গোপালপুর হাটের ৫টি ও এনায়েতনগর ইউনিয়নের খালেকের হাটের ৮টি দোকানে চুরি হয়েছে।
সংঘবদ্ধ চোর চক্র গোপালপুর হাটের শিপন ফকিরের কসমেটিক্সের দোকান, শঙ্কর বাগচীর ফার্মেসী, দেলোয়ার সরদারের লাইব্রেরী, বাবুল মুন্সির হলুদ-মরিচ ভাঙানোর মিলঘর এবং হেমায়েত হোসেনের মুদি দোকানের পর্যায়ক্রমে তালা ভেঙে ও গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এদিকে ঐ রাতেই খালেকের হাটের সিরাজ সরদারের সারের দোকান, মনির সরদারের চালের দোকান, মহন বেপারীর মনোহরীর দোকান, খালেক মৃধার চালের দোকান, আজিজুল খাঁর মুদি দোকান, সুধাই মন্ডলের পানের দোকান, মোসলেম জমাদ্দারের রাইসমিল এবং আরিফ সরদারের ফার্ণিচারের দোকানের তালা ভেঙে ও বেড়া কেটে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন