বুধবার, ২৩ মে, ২০১২

কালকিনিতে হিযবুত তাওহীদের ৩ সদস্য গ্রেপ্তার লিফলেট ও বই উদ্ধার

শহিদুল ইসলাম :
নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদের ৩ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামে সংগঠনের বই ও লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামে হিযবুত তাওহীদের ৩ সদস্য বরিশালের বাইক্কা উজিরপুর এলাকার আবদুস সালাম তালুকদারের ছেলে মোঃ জালাল উদ্দিন তালুকদার(৩৬), মোমতাজ শিকদারের ছেলে মোঃ হামজা রিপন(২৯) ও আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ মোজাম্মেল সংগঠনের বই ও লিফলেট বিতরণ করতে থাকে। এ সময় স্থানীয়দের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালকিনি থানা পুলিশ লিফলেট ও বইসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ।
কালকিনি থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান,‘আটককৃতদের বুধবার সকালে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন