বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

কালকিনিতে গৃহবধূ খুন

রফিকুল ইসলাম :
কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে হাফিজা বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। সড়কের উপর ফেলে রাখলে তার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্বামী আবুল হোসেন মাতুব্বর হাফিজাকে গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করলে বাড়ির লোকজন দেখে ফেলে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাফিজার লাশ স্থানীয় মাহবুর সরদারের বাড়ির সামনে ফেলে রাখলে খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে আবুল হোসেন মাতুব্বরসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এ ব্যাপারে এসআই আমিনুল ইসলাম জানান, হাফিজাকে তার স্বামী মাঝেমধ্যে মারধর করতো, শনিবারও মারধর করেছে বলে শোনা যাচ্ছে। ময়নাতদন্ত রির্পোট না আসা পযর্ন্ত হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে বলা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন