বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

আড়িয়াল খাঁর মৎস্য অভয়াশ্রম থেকে কারেন্ট জাল আটক

শহিদুল ইসলাম/মেহেদী হাসান :
আড়িয়াল খাঁ নদীর মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৭শ’ মিটার কারেন্ট জাল আটক করেছে কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত থানা পুলিশের সহযোগীতায় এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট থেকে বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো আটক করেন। তবে এ সময় তিনি কোন জেলেকে আটক করতে পারেননি।
পরে রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
প্রণব কুমার দত্ত জানান, ২০১১ সালের ১লা নভেম্বর থেকে ২০১২ সালের ৩১মে পর্যন্ত আড়িয়াল খাঁর মৎস্য অভয়াশ্রমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন