রবিবার, ৬ মে, ২০১২

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গৌরনদীতে বিএনপি’র পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পন্ড

গৌরনদী প্রতিনিধি:কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী রহস্য জনকভাবে নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও তার সন্ধানের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাঁধা দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে বিক্ষোভ মিছিল পন্ড করে দেয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সুত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে ও তার সন্ধানের দাবিতে ওই বিকেল ৫টায় দলীয় কার্যালয় থেকে গৌরনদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর আসলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ করা হলে পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলটি পন্ড করে দেয়। অভিযোগ অস্বীকার করে গৌরনদী থানার উপপরিদর্শক আবুল হোসেন বলেন, মহাসড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের সড়িয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে সন্ধ্যায় দলীয়  কার্যালয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে ও অপর গ্রুপ বিকেলে অপর দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সাম্পাদক বদিউজ্জামান মিন্টুর  সভাপতিত্বে পৃথক ২টি বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন