রবিবার, ৬ মে, ২০১২

সম্মিলিত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত


রফিকুল ইসলাম : কালকিনিতে সম্মিলিত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়। এ উপলক্ষে ১লা মে সকালে মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নের কালকিনি উপজেলা শাখা, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিকলীগের কালকিনি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ইমারত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কালকিনি উপজেলা শাখার সভাপতি সরদার মো: লোকমান হেসেন, সাধারণ সম্পাদক বাবুল বেপারী, সহসভাপতি রহিম উকিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিকলীগের একাংশের সভাপতি মিজানুর রহমান আমীন, সাধারণ সম্পাদক কবির বেপারী, অপর অংশের সভাপতি আ: মান্নান হাওলাদার, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান বুলেট প্রমূখ। উপস্থিত ছিলেন জব্বার প্যাদা, ফারুক বেপারী, সিরাজুল হক ভূঁইয়া, আলম সিকদার, ইব্রাহিম হাওলাদার, আদম সিকদার, সিরাজ মোল্লা, মোস্তফা প্যাদা, জামাল প্যাদা, বাচ্চু সরদার, হারুন প্রমূখ। সভা  পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। সন্ধ্যায় লালন মেলা মঞ্চে লোকমান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায়, আনোয়ার হোসেন মাষ্টারের রচনা ও পরিচালনায় নাটক ‘একটি গোপালের মৃত্যু’ মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন ইব্র্রাহিম হাওলাদার, রুবেল বেপারী, রাজু মেম্বার, ফারুক সরদার, দুলাল হোসেন, রতন সরদার, মিজানুর রহমান তোতা, কবির বেপারী প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন