বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

Post titleবাঁশগাড়িতে সরকারি ৪৪ একর জমির বোরো ধান কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা !

কালকিনি অফিস :
উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর ও পরিপত্তর এলাকায় ৪৪ একর জমির বোরো ধান কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
মধ্যচর ও পরিপত্তর এলাকার সরকারি খাস জমিতে বোরো ধান রোপন করে স্থানীয় প্রভাবশালীরা। প্রতিবছরই তারা পাকা ধান কাটার সময় সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। খালেক সিকদার ও দলিল উদ্দিন মোল্লার মধ্যে গত ৮ মে সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো থমথমেভাব বিরাজ করছে।
বাঁশগাড়ি ইউনিয়নের ভ’মি তহশিল কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সরকারি প্রায় ৪৪ একর খাস জমি আছে যা স্থানীয় কয়েকজন প্রভাবশালীর দখলে রয়েছে। প্রত্যেকবারই তারা ধান কাটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকদিন আগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
খাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) নাসির উদ্দিন বলেন, দুইপক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনায় শালিস মিমাংষার মাধ্যমে আপোষ করে দেয়া হয়েছে। ধান কাটার বিষয়টি আমাদের নজরে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন