শনিবার, ১২ মে, ২০১২

কয়ারিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

শহিদুল ইসলাম:
শুক্রবার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে বিবাধমান জমিতে ধান কাটতে গেলে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় উভয়পক্ষ অভিযোগ দিলে পুলিশ একপক্ষের মামলা নিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিবাধমান জমির হাবুল চৌধুরীর কাটা বোরোধান জামাল হোসেন হাওলাদার লোকজন নিয়ে আনতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ায় কামাল হোসেন (৩০), শরিফুল (২৬), শফিউল (২৮), সাইদুল হক (৫৮), রুবি বেগম (৩৫), হাবুল চৌধুরী (৩০), সিদ্দিক চৌধুরী (৬০), মিন্টু চৌধুরী (২৫), মঞ্জুর আলম (১৪) ও আলেয়া বেগম (৬০) আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামাল হাওলাদারের অভিযোগটি মামলা হিসেবে রেকড করেছে।
কয়ারিয়া ইউনিন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা জানান, রবিবার উভয়পক্ষ নিয়ে শালিস মিমাংষা বসেছিলাম। শনিবার রায় দেয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন