শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন আমরা তার পক্ষে কাজ করবো : ড. আবদুস সোবাহান গোলাপ

কালকিনি অফিস :

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আবদুস সোবাহান গোলাপ বলেছেন, ‘মাদারীপুর-৩ আসন, কালকিনিতে আগামীতে শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন, যে নৌকার প্রতিক পাবে তার পক্ষে আমরা ইলেকশন করবো, নৌকাকে আমরা পুন:বিজয়ী করবোই। দল যে সিদ্ধান্ত নিবে, দলের সিদ্ধান্তের বাহিরে আমি নাই।’
শনিবার দুপুরে উপজেলা সার্কিট হাউস চত্তরে এক জনসভায় পৌরবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ড. আবদুস সোবাহান গোলাপের আগমন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লে: কর্ণেল (অব:) বজলুল করিম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দোদুল কাজী, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, সাবেক পৌর চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ব্যবসায়ী এসএম হানিফ প্রমুখ।
‘আপনারা যদি পরিবর্তন চান তাহলে দাবি করতে পারেন। কিন্তু শেখ হাসিনা যাকে নমিনেশন দিবে আমরা দল, মত নির্বিশেষে তার পক্ষে কাজ করতে হবে’ বলেন ড. গোলাপ।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি কারো সমালোচনা করি না। আমি যে পজিশনে আছি, আওয়ামীলীগের সেন্ট্রাল কমিটি, শেখ হাসিনার বিশেষ সহকারি, আমি তার প্রতিনিধি, দলের প্রতিনিধি, আমি দলের কারো বিরুদ্ধে সমালোচনা করলে তার দায় এসে আমার ওপরে পড়ে। তাই একজন সচেতন ব্যক্তি হয়ে, শেখ হাসিনার বিশেষ সহকারি হয়ে এই ভুলটা করতে পারি না। আমি কারো সমালোচনা করি না তবে আগামীতে কেউ আমার সমালোচনা করলে আমি তা প্রতিহত করবো।’
পৌরবাসীর প্রতি প্রত্যাশা রেখে ড. গোলাপ বলেন, ‘কালকিনিতে ১৯৯৬ ও ২০০৮ সালে শেখ হাসিনাকে আপনারা যেভাবে সহযোগীতা করেছেন আগামী নির্বাচনেও এগিয়ে আসবেন। আগামীতেও শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী করবেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন