শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

সৈয়দ আবুল হোসেনের অসমর্থিত গ্রুপের আশ্রয়ে ড. গোলাপ কালকিনিতে!

কালকিনি অফিস :

এবার আর গোপনে নয়, প্রকাশে ড. আবদুস সোবাহান গোলাপকে টেনে নিচ্ছেন সৈয়দ আবুল হোসেনের অসমর্থিত গ্রুপ। গ্রুপটির আশ্রয়ে ড. গোলাপ কালকিনিতে শনিবার বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। এই গ্রুপটি তার নেতৃত্ব মেনে নিয়েছে বলে দু’জন নেতা জানিয়েছে।
সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট উপজেলা আওয়ামীলীগনেতাদের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আবদুস সোবাহান গোলাপ উপজেলার এনায়েতনগর ও আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে সৈয়দ আবুল হোসেনের অনুগত এবং আওয়ামীলীগের সমর্থকদের হামলা ও সংঘর্ষের ঘটনার শিকার হন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, তিঁনি গত ৬ মাস ধরে স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার ইচ্ছায় কালকিনিতে প্রচারণা চালাচেছন।
সূত্র জানায়, গত ৩১ আগস্টের হামলা ও সংঘর্ষের ঘটনায় ৪ সেপ্টেম্বর উপজেলা আওয়ামলীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিানার কাছে ড. গোলাপের বিরুদ্ধে অভিযোগ দেন। তারপর থেকে সৈয়দ আবুল হেেেসন সমর্থকদের কাছে শোনা যাচ্ছিল, ড. গোলাপ কালকিনিতে  আর আসবেন না। সৈয়দ আবুল হোসেনের অনুগতরা বিষয়টি ব্যাপকভাবে প্রচারও করছে।

সৈয়দ আবুল হোসেনের অসমর্থিত গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র তৌফিকুজ্জামান শাহীন। উপজেলা নির্বাচনের পর তিনি এই গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও সৈয়দ আবুল হোসেনের তৈরি এই গ্রুপটির নেতৃত্বে রয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, পৌরসভার মেয়র এনায়েত হোসেন, একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঢাকায় বিভিন্ন পেশায় জড়িত আওয়ামীধাচের সৈয়দ আবুল হোসেন বিরোধী ব্যক্তিবর্গ এবং উপজেলা আওয়ামলীলীগ ও অংগ সংগঠনের একাংশ। তৌফিকুজ্জামান শাহীন দলে কোণঠাসা এবং এনায়েত হোসেন পৌর যুবলীগের কমিটি থেকে বহিস্কার অবস্থায় রয়েছেন। এ দু’নেতা চেষ্টা করেও সৈয়দ আবুল হোসেনের মান ভাঙাতে পারেননি। গ্রুপটি বর্তমানে জনপ্রিয়তা ও প্রভাবে এগিয়ে রয়েছে। তারা গোপনে ড. আবদুস সোবাহান গোলাপকে সমর্থন দিলেও গত ৩১ আগস্টের ঘটনায় সম্পূর্ণ নিরব ভুমিকা পালন করেছে।

উপজেলা আওয়ামীলীগ ও সৈয়দ আবুল হোসেনের অনুগতদের বাধার মুখে ড. গোলাপের কালকিনিতে আসা যখন হুমকীর সম্মুখীন ঠিক সেই মূহুর্তে চমক দেখালো এই গ্রুপটি।

জানা গেছে, শনিবার সকাল ১১টায় ড. আবদুস সোবাহান গোলাপ উপজেলা সার্কিট হাউসে অবস্থান করেন। বিকালে সার্কিট হাউসে ওই গ্রুপ ও বিভিন্ন শ্রেণি মানুষের সাথে সভা করেন। বিকেল ৪টায় কালকিনি প্রেসকাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন