শনিবার, ২ জুন, ২০১২

কালকিনিতে নবগঠিত কাষ্টঘর তালুকদার বাড়ী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠিত।


মেহেদী হাসান:
মাদারীপুরের কালকিনি পৌরসভার কাষ্টঘর, কাসিমপুর, চরলক্ষী ও লক্ষিপুর পখিরা গ্রামের সমন্বয়ে গত ৩০ মে বুধবার সন্ধায় তালুকদার বাড়ীর গোলঘরে জনাকির্ন অনুষ্ঠানের মধ্যে ষষ্ট থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ৪ গ্রামের ছাত্র-ছাত্রিদের লেখা পড়ার সুবিধার্থে, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কালকিনির কৃতি সন্তান সাকিলুর রহমান সোহাগ তালুকদারের উদ্যোগে কাষ্টঘর তালুকদার বাড়ী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের নাম করনে একটি নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসির সমর্থনে সাকিলুর রহমান সোহাগ তালুকদারকে সভাপতি নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করা হয়। অন্যান্য সদস্য হলেন, হাজী মোঃ ওসমান সরদার, মোঃ মোসারফ সরদার, মোহাম্মাদ সরদার, মোঃ রব হাওলাদার, মোঃ হারুন মৃধা, মোঃ রশিদ সরদার, মোঃ আচমত বেপারী, মোঃ বশার মুন্সি, মোঃ মিজানুর রহমান আমিন, মোঃ দেলোয়ার হাওলাদার, মোঃ জাহাঙ্গীর তালুকদার ও মোঃ কবির তালুকদার প্রমুখ।  বিদ্যলয়ের ভবন নির্মানের জন্য সাকিলুর রহমান সোহাগ তালুকদার, জাহাঙ্গীর তালুকদার ও কবির তালুকদার ৪০ শতাংশ জমি দান করেন।
এ ব্যাপারে মিজানুর রহমান, রশিদ সরদার, দেলোয়ার হাওলাদার সহ গ্রামের কয়েকজন সাধারন মানুষ জানান, সোহাগ তালুকদার একজন আদর্শ মানুষ তার  কারনে আমরা পাকা রাস্তা দিয়ে হাটতে পারতাছি । আল্লাহর রহমতে সে একটি মসজিদ নির্মান করেছে। যে মসজিদটিতে এই এলাকার মানুষ আজীবন নামাজ পরে তাকে দোয়া করবে। তার মতো একজন মানুষ প্রতিটি গ্রামে থাকলে ঐ এলাকা কোন ছেলে-মেয়ে নিরক্ষর থাকবে না।
সাকিলুর রহমান সোহাগ তালুকদার বলেন, “আমার এলাকা একটি অবহেলিত এলাকা হিসেবে পরিচিত। এখানের ছেলে-মেয়েরা লেখা-পড়া করতে ৪/৫ কিঃ মিঃ পায়ে হেটে কালকিনি,কালিগঞ্জ ও দড়িরচর লক্ষিপুর মাদ্রাসায় যেত এখানের রাস্তা ঘাট খুবই খারাব ছিল। আমি আমার সাধ্যমত এলাকার উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্কুলটা নির্মিত হলে শত শত ছেলে মেয়ে বাড়ির ভাত খেয়ে পড়া-লেখা করতে পারবে। আমাদের মন্ত্রী মহদয়ের অনেক শিক্ষা প্রতিষ্টান রয়েছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্টানটির ব্যাপারে তিনি সাহায্য সহযোগীতা করবেন বলে আমি বিশ্বাস করি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন