কালকিনি অফিস :
কালকিনিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দরপত্রের শিডিউল কিনতে গেলে বাঁধা দেয়ায় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৫জন আহত হয়েছে। এ ঘটনায় এলজিইডি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঠিকাদার রবিউল সরদার দরপত্র কিনতে গেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটন গুছ কমিটির (নিকো কমিটি) পক্ষে বাঁধা দেন এবং বাঁধা না মানায় রবিউল সরদারকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে ঠিকাদার আনোয়ার হোসেন, ইমারাত হোসেন ও রুবেলসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর বিকালে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘এডিপি প্রকল্পের দরপত্র নং ১১ এর সিডিউল বিক্রয়ের শেষ দিন ছিল মঙ্গলবার। রবিউল নামের এক ঠিকাদার সিডিউল কিনতে আসলে তার সাথে আরেক ঠিকাদার লিটনের কথা কাটাকাটির একপর্যায়ে অফিসের বাহিরে হাতাহাতির কথা শুনেছি। এটা ঠিকাদারদের ব্যাপার। এতে আমাদের কিছু যায় আসে না।’ কালকিনি থানার অফিসার ইনচার্জ শাহীন মন্ডল জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা চত্ত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় লিটন নামের একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’ এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত একবছর ধরে গুছ কমিটি সকল দরপত্র নিয়ন্ত্রণ করে। তাদের সিদ্ধান্তের বাহিরে কেউ সিডিউল ক্রয় বা জমা দিতে পারে না।
কালকিনিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দরপত্রের শিডিউল কিনতে গেলে বাঁধা দেয়ায় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৫জন আহত হয়েছে। এ ঘটনায় এলজিইডি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঠিকাদার রবিউল সরদার দরপত্র কিনতে গেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটন গুছ কমিটির (নিকো কমিটি) পক্ষে বাঁধা দেন এবং বাঁধা না মানায় রবিউল সরদারকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে ঠিকাদার আনোয়ার হোসেন, ইমারাত হোসেন ও রুবেলসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর বিকালে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘এডিপি প্রকল্পের দরপত্র নং ১১ এর সিডিউল বিক্রয়ের শেষ দিন ছিল মঙ্গলবার। রবিউল নামের এক ঠিকাদার সিডিউল কিনতে আসলে তার সাথে আরেক ঠিকাদার লিটনের কথা কাটাকাটির একপর্যায়ে অফিসের বাহিরে হাতাহাতির কথা শুনেছি। এটা ঠিকাদারদের ব্যাপার। এতে আমাদের কিছু যায় আসে না।’ কালকিনি থানার অফিসার ইনচার্জ শাহীন মন্ডল জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা চত্ত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় লিটন নামের একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’ এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত একবছর ধরে গুছ কমিটি সকল দরপত্র নিয়ন্ত্রণ করে। তাদের সিদ্ধান্তের বাহিরে কেউ সিডিউল ক্রয় বা জমা দিতে পারে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন