শনিবার, ২ জুন, ২০১২

কালকিনিতে বই ও লিফলেটসহ হিজবুত তাওহীদের এক সদস্য আটক


শহিদুল ইসলাম:

মাদারীপুরের কালকিনির এনায়েতনগর ইউনিয়নের দরিচর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ বই ও লিফলেটসহ শহিদুল ইসলাম ফকির (৪৫) নামের হিজবুত তাওহীদের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।
র‌্যাব-৮, সিপিসি-৩ সূত্রে জানা গেছে, মাদারীপুর ক্যাম্পের মেজর মো. জাহিদ হাসান খান পিএসসি এর নেতৃত্বে একটি টহল দল বৃহস্পতিবার রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের দরিচর গ্রামে অভিযোগ চালিয়ে মান্নান ফকিরের ছেলে শহিদুল ইসলাম ফকিরের বসতঘর থেকে প্রায় ৮৭টি বইসহ আটক করে।
উদ্ধার করা বই গুলো হচ্ছে দাজ্জালের বই ৭টি, ইসলাম ও পীরতন্ত্রের বই ১টি, পৃথিবীতে অশান্তি সৃষ্টির ১৩০টি কারণ এবং উহা দূর করার উপায়ের বই ১, ইসলামের প্রকৃত রূপরেখার বই ৫টি, জেহাত, কেতাল ও সন্ত্রাসের বই ১২টি, আল্লাহর মোজেজা হেযবুত তাওহীদের বিজয় ঘোষণার বই ২০টি, এ ইসলাম ইসলামই নয় এর বই ১টি, কোরআনের অপব্যাখ্যামূলক সদস্য পদ সংগ্রহ ফরম, প্রশিক্ষণ সহায়ক নির্দেশাবলী ৫০পিস, এসলামের প্রকৃত ফলের বই ২টি,  দাজ্জালের ডিভিডি সিডি ৮টি, নিষিদ্ধ ঘোষিত লিফলেট “প্রকৃত ইসলামের ডাক” প্রায় ১০০০ পিস, হিজবুত তাওহীদ সঞ্চয়পত্র ২টি, ডায়েরী ৩টি, হিজবুত তাওহীদের অডিও ক্যাসেট ৫টি, হিজবুত তাওহীদ অন্যান্য আরও ৩৭টি বই রয়েছে।
মাদারীপুর ক্যাম্পের মেজর মো. জাহিদ হাসান খান জানায়, আটক করা আসামী দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে হিজবুত তাওহীদ নামের সংগঠনের দাওয়াত ও কার্যক্রম পরিচালনা করে আসছে। আসামীসহ উদ্ধার করা মালামাল কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন