কালকিনি অফিস :
কালকিনিতে গৃহবধূকে ধর্ষণকালে জনতার হাতে আটককৃত ধর্ষককে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা তরিকা লঞ্চ থেকে বুধবার সকালে কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাটে নামেন উপজেলার চরদৌলত খাঁন ইউনিয়নের নতুন চরদৌলত খাঁন গ্রামের এক গৃহবধূ (২৪)। তিনি বাড়ির দিকে যাওয়ার সময় মিয়ারহাট এলাকার খালেক সরদারের বাড়ির নিকটে একটি পাটক্ষেতে জোর করে ওই গৃহবধূকে নিয়ে যায় একই এলাকার নুরুল হক সরদারের ছেলে খালেক সরদার (৩৫)। ধর্ষণকালে গৃহবধূর চিৎকারে এলাকাবাসী খালেক সরদারকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়।
এ ব্যাপারে চরদৌলত খাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার বলেন, ধর্ষক খালেক সরদার এর আগেও এরকম একটি ঘটনা ঘটিয়েছিল, সেখানে তাকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছিল। গ্রামবাসীর সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে বাদী হয়ে খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
কালকিনিতে গৃহবধূকে ধর্ষণকালে জনতার হাতে আটককৃত ধর্ষককে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা তরিকা লঞ্চ থেকে বুধবার সকালে কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাটে নামেন উপজেলার চরদৌলত খাঁন ইউনিয়নের নতুন চরদৌলত খাঁন গ্রামের এক গৃহবধূ (২৪)। তিনি বাড়ির দিকে যাওয়ার সময় মিয়ারহাট এলাকার খালেক সরদারের বাড়ির নিকটে একটি পাটক্ষেতে জোর করে ওই গৃহবধূকে নিয়ে যায় একই এলাকার নুরুল হক সরদারের ছেলে খালেক সরদার (৩৫)। ধর্ষণকালে গৃহবধূর চিৎকারে এলাকাবাসী খালেক সরদারকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়।
এ ব্যাপারে চরদৌলত খাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার বলেন, ধর্ষক খালেক সরদার এর আগেও এরকম একটি ঘটনা ঘটিয়েছিল, সেখানে তাকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছিল। গ্রামবাসীর সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে বাদী হয়ে খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন