জাহিদ হাসান :
চুরি করা গরুর গোশত বিক্রয় করার অপরাধে গোশত বিক্রেতাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উভয়পক্ষকে নিয়ে উন্মুক্ত শালিস মিমাংসায় এই টাকা ধার্য করেন শালিশকারীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাটে।
জানা গেছে, মিয়ারহাটের গোশত বিক্রেতা সুলতান খাঁন গত শুক্রবার সকালে গ
এঙ্গলবার বিকালে মিয়ারহট
শুক্রবার হাটের দিন গরুর গোশত বিক্রি করা হয়।
গরু বিক্রেতার নাম সুলতান খাঁ। বাড়ি ভবানীপুর, শিকারমঙ্গল ইউনিয়ন।
মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে বাজার কমিটির উদ্যোগে শালিস মিমাংসায় বসে।
বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার এসকান্দার আলী খাঁন, সাধারণ সম্পাদক মফছের খাঁ। সহসভাপতি আনছার মৃধা। কোষাধ্যক্ষ আলাউদ্দিন খাঁ। সহসাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার।
চুরি করা গরুর গোশত বিক্রয় করার অপরাধে গোশত বিক্রেতাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উভয়পক্ষকে নিয়ে উন্মুক্ত শালিস মিমাংসায় এই টাকা ধার্য করেন শালিশকারীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাটে।
জানা গেছে, মিয়ারহাটের গোশত বিক্রেতা সুলতান খাঁন গত শুক্রবার সকালে গ
এঙ্গলবার বিকালে মিয়ারহট
শুক্রবার হাটের দিন গরুর গোশত বিক্রি করা হয়।
গরু বিক্রেতার নাম সুলতান খাঁ। বাড়ি ভবানীপুর, শিকারমঙ্গল ইউনিয়ন।
মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে বাজার কমিটির উদ্যোগে শালিস মিমাংসায় বসে।
বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার এসকান্দার আলী খাঁন, সাধারণ সম্পাদক মফছের খাঁ। সহসভাপতি আনছার মৃধা। কোষাধ্যক্ষ আলাউদ্দিন খাঁ। সহসাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন