সোমবার, ১৮ জুন, ২০১২

গৌরনদীতে বর পক্ষের ওপর কনে পক্ষের হামলায় আহত ৭

গৌরনদী প্রতিনিধি :
বৌ-ভাত অনুষ্ঠানে খাবার বিনষ্টের ঘটনায় বাক-বিতন্ডা ও হাতাহাতির জের ধরে গত শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে কনে পক্ষের হামলায় বর পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের জেন্নাত আলী সরদারের পুত্র সান্টু সরদারের সাথে পার্শ্ববর্তী বাঘমারা গ্রামের হানিফ ফকিরের কন্যা সিমা আক্তারের বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠান চলছিল। এ সময় অনুষ্ঠানের খাবার বিনষ্টের ঘটনায় কনের পক্ষের ইমাম ঢালী, কামাল দালাল, শুকুর দালালের সাথে বরের খালাতো ভাই কামাল সরদারের বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে কামাল সরদার তার পরিবারের লোকজন নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ইমাম ঢালী, কামাল দাল্লা ও শুকুর দালালের নেতৃত্বে ১০/১৫ জন যুবক কামাল সরদার ও তার পরিবারের লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় কামাল সরদারসহ তার পরিবারের কমপক্ষে ৭ জন আহত হয়। গুরুতর আহত কামাল সরদার, সোহেল সরদার, নুরুন্নাহার বেগম, রাজিয়া সুলতানা, সুফিয়া বেগম ও শিল্পী বেগমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কামাল সরদার বাদী হয়ে গতকাল সন্ধ্যায় গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে গৌরনদী থানার এস.আই গাজী শামীম জানান, অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন