শনিবার, ২ জুন, ২০১২

গৌরনদীতে মাদক চক্র সক্রিয় ৩০টি স্পটে জমজমাট ব্যবসা

বদরুজ্জামান খান :
বরিশালের গৌরনদী উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে মাদকচক্র । ৩০টি স্পটে অবাধে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। মদ,গাঁজা,ফেন্সিডিল,ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়েছে ১৫ হাজারেরও বেশী যুবক। এদের বেশির ভাগ স্কুল-কলেজের ছাত্র। প্রশাসনের নিরব ভূমিকায় জনমনে নানা প্রশ্ন জন্ম নিয়েছে।
সরোজমিনে জানা যায় ,উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড,ইল¬া প্রি-ক্যাডেট স্কুল, সমেরসিংহ, মেদাকুল বাজার, গোসের হাট,খাঞ্জাপুর বাজার, তুলাতলা বাজার,বার্থী বাজার,কটকস্থল প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাউরগাতি সঃ প্রাথমিক বিদ্যালয়  বেজগাতি স্ট্যান্ড,নীলখোলা স্কুল ,টরকী গরুর হাট,টরকী বাসস্ট্যান্ড ,টরকী চর বেদেপলি¬ ,গৌরনদী বাজার, গৌরনদী বসস্ট্যান্ড আশোকাঠি হেলিপোট, গৌরনদী নাহার সিনামা হল,রাজাপুর বাজার, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার,  চন্দ্রহার বাজার, সরিকল বাজার,৩০টি স্পটে হঠাৎ করে মাদকদ্রব্য বিক্রি  ও ব্যবহার বেড়েগেছে । মাদকদ্রব্যেও সহজলভ্যতা ও অসৎ  সঙ্গই এর প্রধান কারন । মাদকদ্রব্য সর্বত্র ছড়িয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়েছে অভিভাবক মহল ও সুশীল সমাজ। ২বছর যাবত আশঙ্কাজনক হারে মাদকদ্রব্য ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে যুবসমাজ। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়ারা বেশি আসক্ত হচ্ছে। প্রতিমাসে আইন শৃংখলা  কমিটির সভায় মাদকদ্রব্য রোধে ব্যাপক আলোচনা হয়। এবং মাদকদব্যে বিক্রি ও অপব্যাবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্ত তার ফলাফল শূন্য ।  আশঙ্কজনক ভাবে  মাদকদ্রব্য বিক্রি ও ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। নাম প্রকাশে  অনিচ্ছুক কয়েকজন মাদকাসক্ত জানান, ফোন দিলেই মটর সাইকেল নিয়া আইসা হাতের  মধ্যে দিয়ে যায়। আমরা ছাড়া গৌরনদীর বড় বড় মানুষেরাও খায় । দুই একবার তাগো লগে আমরাও খাইছি। এগুলো এহন চাইলেই পাওয়া যায়। আপনার যদি লিইখা বন্ধ করতে পারেন  তাইলে আমরা  আর খামুনা। সংস্কৃতি কর্মী মোঃ ফিরোজ মাঝি  জানান,মাদক এখন হাথ বাড়ালেই পাওয়া যায়। তাই স্কুল কলেজগামী ছাত্র থেকে শুরু করে ভবঘুরে যুবকেরা আসক্ত হয়ে পড়েছে। আর ২শ-৩শ‘ টাকা লাভের আশায়  অনেকে বিক্রিও করছে।
টরকী বন্দর বর্নিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্ধ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, যারা মাদক বিক্রি করে বা সেবন করে কেউ আইনের উধ্বের্ নয়।সবাইকে গ্রেফতার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন জানান, ‘গৌরনদীতে কোন মাদকদ্রব্য থাকবে না। আমরা সে ব্যবস্থা নিচ্ছি ।  সচেতন নাগরিক,শিক্ষক,সাংবাদিকসহ সকলকে এর বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান বলেন,‘মাদক বিক্রিতা ও সেবনকারীরা যতই শক্তিশালী হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদের পিছনে যত বড় শক্তি থাকুক না কেন এদের মূল উপড়ে ফেলতে হবে। এক মাসের মধ্যে অভিযান চালিয়ে গৌরনদীবাসীকে মাদকমুক্ত করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন