বুধবার, ৬ জুন, ২০১২

গৌরনদীতে ৬ দিন পর অপহৃত কিশোরী মুন্নী উদ্ধার

গৌরনদী প্রতিনিধি
অপহরনের ৬ দিন পর মঙ্গলবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের অপহৃত কিশোরী মুন্নী খানমকে  (১৬) উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়,  গোপন সূত্রে খবর পেয়ে থানার একদল পুলিশ মঙ্গলবার গভীর রাতে উপজেলার সমরসিংহ গ্রামের আদমালী সরদারের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে কমলাপুর গ্রামের অপহৃত কিশোরী মুন্নীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেরে অপহরনকারীরা পালিয়ে যায়। ১৬৪ ধারায় জবানবন্দির জন্য গতকাল বুধবার দুপুরে মুন্নীকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। উলে¬ক্য, উপজেলার কমলাপুর গ্রামের হালান সরদারের কন্যা মুন্নী খানম (১৬) ৩০ মে বিকাল ৫টার দিকে মৃধা বাড়ির কাছে গেলে বিবাহিত জাকির সরদারের নেতৃত্বে ৪Ñ৫ জনে মুন্নী খানমকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার পিতা হালান সরদার বাদী হয়ে জাকির সরদারসহ ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরন মামলা দায়ের করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন