বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

কেউ আমার অনিয়মের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবো’ -উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক

কালকিনি অফিস:
কালকিনি উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক তার সমালোচকদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘যারা না বুঝে আমাকে প্রতিপক্ষ বানাতে চান তাদেরকে আমি ভাই ও বন্ধু হিসাবে আহ্বান জানাচ্ছি- আসুন আমরা কথা বলি। আপনাদের সাথে আমার জমি-জমা বা পারিবারিক কোন দ্বন্দ্ব নেই। আমি নির্বাচনের পরে কারো সাথে কোন দ্বন্দ্বে লিপ্ত হয়নি। আমি কোন ডাকাত, পকেটমার, চোর বা কোন ফেন্সিডিল ব্যবসায়ী নিয়ে আমার গাড়িতে কোনদিন চলিনি। কোন ফেন্সিডিলের বখরা আমি নেইনি, কোন দালালের বোজাও নেইনি। মামলা বা কোন চাকরীর জন্য- এই সমস্ত কাজের বিনিময়ে কোনদিন কোন টাকা আমার হাত দিয়ে ধরিনি। এরপরও অনেক জায়গায় অনেক কথাবার্তা উপজেলা চেয়ারম্যান, এমপিদের নিয়ে হয়। সেই সমস্ত কথাবার্তার একটার যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারেন তাহলে আমি উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করব। এই কথা আমি মন্ত্রীর উপস্থিতিতেও বলেছিলাম। এখন আবার আপনাদরে উপস্থিতিতে বললাম। আমি দিতে চাই এর সঠিক জবাব, মানুষ যেখানে উপস্থিত হয়, মানুষ যেখানে সহযোগীতা পায়- আমি সেই সেবা দিতে চাই। এই আশাবাদ রেখে আবারও যারা আমাকে প্রতিপক্ষ মনে করেন, তাদের বন্ধু বলে পরিবর্তণের আহ্বান জানাচ্ছি।’
গত রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউএনও মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল হোসেন, অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, ওসি এ কে এম শাহীন মন্ডল। বক্তব্য রাখেন বাবু হরিপদ দাস, খায়রুল আলম খোকন বেপারি, লোকমান হোসেন কমিশনার ও মসিউর রহমান সবুজ প্রমুখ। এতে সরকারি-বেসরকারি প্িরতষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।   

মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন নৌমন্ত্রী

সালাহ উদ্দিন মাহমুদ ও বি এ কে মামুন:
মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনের স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ভবনের নির্ধারিত স্থান পরিদর্শণ করেন। মাদারীপুর শকুনি লেকের দক্ষিণ পাড় থেকে স্থানান্তরিত করে মাদারীপুর- শরীয়তপুর সড়কের লালুনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে নতুন ভবনের স্থান নির্ধারণ করা হয়। গতকাল শুক্রবার সকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, আরডিসি সৈয়দ ফারুক আহমেদ, সাবেক পৌর মেয়র নুরে আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, সৈয়দ সেলিম, শিল্পকলা একাডেমীর কার্যকরি সদস্য ডাঃ রেজাউল আমিন, নাট্য প্রশিক্ষক আ জ ম কামাল, সংগীত প্রশিক্ষক সিমা সাহা, আবৃত্তি প্রশিক্ষক ইমরান সাগর, নৃত্য প্রশিক্ষক আজিজুল ইসলাম স্বপন ও একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ। মন্ত্রী এসময় আগামী ১৯ জুন ঢাকায় নাট্যোৎসবে মাদারীপুর শিল্পকলা একাডেমীর নাটক বিভাগের ‘একটাই চাওয়া’ নাটক মঞ্চস্থ করতে যাতায়াতের জন্য গাড়ি ও অভিনেতাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

গৌরনদীতে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে আহত ১৮

গৌরনদী প্রতিনিধি :
 ঘর নির্মানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামে দু’গ্রুপের মধ্যে হামলাÑপাল্টাহামলা ও সংঘর্ষে তিন মহিলাসহ উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও আহতদের সুত্রে জানা গেছে, বাড়িসহ জমি নিয়ে উপজেলার বাঘমারা গ্রামের মোক্তার কবিরাজের সাথে প্রতিবেশী রফ ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ন জমিতে রফ ফকিরের ’গ্রুপের লোকেরা জোর করে ঘর তোলা শুরু করে। এ সময় প্রতিপক্ষ মন্নাত কবিরাজ ও সোমের্তবান জমিতে ঘর তুলতে বাঁধা দেয়। এ নিয়ে মন্নাত কবিরাজের সাথে রফ ফকিরের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হামলাÑপাল্টাহামলা ও সংঘর্ষে,মোক্তার কবিরাজ, মন্নাত কবিরাজ,বাবুল কবিরাজ, সায়েদ খান,সোমের্তবান, পারুল বেগম, প্রতিপক্ষের আইয়ুবালী বয়াতী, সোবাহান ফকির , হাবুল ফকির , বাবুল ফকির, হাকিম ফকির , মন্নাত ফকিরসহ উভয় পক্ষের ১৮ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম বলেন, মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালকিনিতে আ’লীগনেতার হুমকীতে দলিল লেখকদের ধর্মঘট

  শহিদুল ইসলাম :
মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগের এক নেতার হুমকীতে ধর্মঘট পালন করেছেন দলিল লেখকরা। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। উপজেলা দলিল লেখক সমিতি মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে থানায় একাটি সাধারণ ডায়রী করা হয়েছে।
জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের নেতা আলাউদ্দিন সরদার তার ছেলের জন্য দলিল লেখকের সনদ পাওয়ার জন্য উপজেলা দলিল লেখক সমিতির কাছে প্রত্যয়নপত্র চান। কিন্তু কোন সদস্য প্রত্যয়নপত্র দিতে না চাইলে তিনি দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেনকে উদ্দেশ্য করে বলেন- ‘কোন দলিল লেখক দলিল লিখতে গেলে তার হাত-পাঁ ভেঙে দিব।’ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে সামনে সোমবার বিকালে এ হুমকী প্রদানের পর মঙ্গলবার দলিল লেখা বন্ধ ছিল। এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি থানায় সাধারণ ডায়রী (নং ১৩৯৬) করেছেন।
দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেন মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে জানান, দলিল লেখকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে দলিল লেখেন। আওয়ামীলীগের নেতার হুমকীতে আমরা সবাই আতংকিত। তাই দলিল লেখা বন্ধ রেখে কর্মসূচি পালন করেছি।
সাধারণ সম্পাদক ইলিয়াজ হোসেন বলেন, প্রশাসনের আশ্বাসে বুধবার আমরা দলিল লিখব। তখন আমাদের উপর হামলা হলে বা আবার হুমকী দিলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
অভিযুক্ত আওয়ামীলীগনেতা আলাউদ্দিন সরদার বলেন, ওরা আমাদের দলিল লেখার সনদ করতে দিবে না বলে ষরযন্ত্র করছে। আমি কাউকে কোন ধরনের হুমকি ধামকি দেইনি।
দলিল লেখকদের ধর্মঘটের কথা স্বীকার করে উপজেলা সাব-রেজিষ্টার কর্মকর্তা বাদল বিশ্বাস বলেন, দলিল লেখার নতুন সনদ করা নিয়ে দ্বন্ধের জের ধরে দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রাখে। প্রশাসনের অনুরোধে বুধবার দলিল লেখকরা লিখবেন।

কালকিনিতে গৃহবধূ খুন

রফিকুল ইসলাম :
কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে হাফিজা বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। সড়কের উপর ফেলে রাখলে তার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্বামী আবুল হোসেন মাতুব্বর হাফিজাকে গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করলে বাড়ির লোকজন দেখে ফেলে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাফিজার লাশ স্থানীয় মাহবুর সরদারের বাড়ির সামনে ফেলে রাখলে খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে আবুল হোসেন মাতুব্বরসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এ ব্যাপারে এসআই আমিনুল ইসলাম জানান, হাফিজাকে তার স্বামী মাঝেমধ্যে মারধর করতো, শনিবারও মারধর করেছে বলে শোনা যাচ্ছে। ময়নাতদন্ত রির্পোট না আসা পযর্ন্ত হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে বলা যাবে না।

আড়িয়াল খাঁর মৎস্য অভয়াশ্রম থেকে কারেন্ট জাল আটক

শহিদুল ইসলাম/মেহেদী হাসান :
আড়িয়াল খাঁ নদীর মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৭শ’ মিটার কারেন্ট জাল আটক করেছে কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত থানা পুলিশের সহযোগীতায় এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট থেকে বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো আটক করেন। তবে এ সময় তিনি কোন জেলেকে আটক করতে পারেননি।
পরে রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
প্রণব কুমার দত্ত জানান, ২০১১ সালের ১লা নভেম্বর থেকে ২০১২ সালের ৩১মে পর্যন্ত আড়িয়াল খাঁর মৎস্য অভয়াশ্রমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

কালকিনিতে পানিতে ডুবে ১ জনের মৃত্যু

মেহেদী হাসান:

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের তৈয়ব আলী ঘরামীর ছেলে সিফাত (৪) পানিতে ডুবে মারা যায়। গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সিফাতের মৃত্যু হয়।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সিফাত বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।


কালকিনিতে হিযবুত তাওহীদের ৩ সদস্য গ্রেপ্তার লিফলেট ও বই উদ্ধার

শহিদুল ইসলাম :
নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদের ৩ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামে সংগঠনের বই ও লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামে হিযবুত তাওহীদের ৩ সদস্য বরিশালের বাইক্কা উজিরপুর এলাকার আবদুস সালাম তালুকদারের ছেলে মোঃ জালাল উদ্দিন তালুকদার(৩৬), মোমতাজ শিকদারের ছেলে মোঃ হামজা রিপন(২৯) ও আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ মোজাম্মেল সংগঠনের বই ও লিফলেট বিতরণ করতে থাকে। এ সময় স্থানীয়দের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালকিনি থানা পুলিশ লিফলেট ও বইসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ।
কালকিনি থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান,‘আটককৃতদের বুধবার সকালে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

গৌরনদীতে ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রদল নেতা আহত

গৌরনদী প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ছাত্রলীগ কর্মীদের হামলায়  ছাত্রদলের ২ নেতা গুরুতর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় ছাত্রদল নেতা রাব্বি সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে রাব্বির সমর্থকরা রাতেই টরকী বন্দরে বিক্ষোভ মিছিল করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা   কাওছার হোসেন, আবদুস ছালাম, আরিফ সম্প্রতি হামলা চালিয়ে উপজেলার বার্থী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সৌরভ খানকে মারধর করে । গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে কাওছার হোসেন, আবদুস ছালাম ও আরিফ টরকী বন্দরের ওয়াজেদ আলী মার্কেটে আসে। এ সময় সৌরভের বন্ধু গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্মসম্পাদক রাব্বি সরদার, ছাত্রদল নেতা রুমন বন্ধু সৌরভকে মারধর করার কারণ জানতে চায়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে রাব্বি ও রুমনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত  জখম করে ছাত্রলীগ নেতারা। আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১০ টার দিকে রাব্বিকে বরিশাল শেবাচিম  হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে রাব্বির সমর্থকরা তাৎক্ষনিক টরকী বন্দরে বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। এ সময় গোটা বন্দর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



বুধবার, ২৩ মে, ২০১২

কালকিনিতে হিযবুত তাওহীদের ৩ সদস্য গ্রেপ্তার লিফলেট ও বই উদ্ধার

শহিদুল ইসলাম :
নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদের ৩ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামে সংগঠনের বই ও লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামে হিযবুত তাওহীদের ৩ সদস্য বরিশালের বাইক্কা উজিরপুর এলাকার আবদুস সালাম তালুকদারের ছেলে মোঃ জালাল উদ্দিন তালুকদার(৩৬), মোমতাজ শিকদারের ছেলে মোঃ হামজা রিপন(২৯) ও আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ মোজাম্মেল সংগঠনের বই ও লিফলেট বিতরণ করতে থাকে। এ সময় স্থানীয়দের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালকিনি থানা পুলিশ লিফলেট ও বইসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ।
কালকিনি থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান,‘আটককৃতদের বুধবার সকালে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

মঙ্গলবার, ২২ মে, ২০১২

কালকিনিতে জমি সক্রান্ত বিরোধে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

কালকিনি অফিস :
ঢাকা- বরিশাল মহাসড়ক সংলগ্ন কালকিনি পৌর এলাকার মজিদবাড়ী-ভুরঘাটায় ৮শতাংশ জমি নিয়ে আব্দুল রব মুন্সী ও চেয়ারআলী চৌকিদারের মধ্যে দীর্ঘ দিন যাবৎ মামলা মোকাদ্দমা চলে আসছে। জমিটির মালিকাকানার বিষয়য়ে গত ১৯ মে বেড়া দিয়ে ভবন নির্মাণকাজ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ একজন আরেক জনকে দোষারোপ করে মঙ্গলবার সকালে কালকিনি প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সরেজমিন ও অভিযোগ সুত্রে জানা গেছে, ১৯৮৮ সালে চেয়ারআলী চৌকিদার ৩৫১৩ নং এওজ দলিল মুলে আব্দুল রব মুন্সীকে রেজিষ্ট্রিরি দলিল দিলে তিনি সেখানে কাঁচা-পাঁকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। ২০০৩ সালে চেয়ারআলী ঐ জমির খালি অংশে দখলে গিয়ে কাচা ঘর নির্মাণ করে সে আদালতে এওজ দলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে একে অপরের প্রতি মামলা-হামলা, ঘর ভাঙ্গা, ভবন নির্মাণসহ মারমূখী অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে আব্দুল রব মুন্সী সংবাদ সম্মেলনে বলেন, চেয়ারআলী চৌকিদারের সাথে জমির এওজ হওয়ার পর থেকেই আমি জমির দখল আছি। ২৫ বছর ধরে ঐ জমিতে আমার বাড়ী নির্মিত। একের পর এক সে আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, জোর করে আমার জমি দখল নিতে চায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমে এর প্রতিকার হবে।
মুন্সী রেজাউল করিম বলেন, চেয়ারআলী চৌকিদারের কোন ঘর ঐ জায়গায় কখনো ছিলনা । ঐ জায়গায় আব্দুর রব মুন্সীর কাচারী ঘর ছিল। ঝড়ে ঘরটি ভেঙ্গেগেলে তা পুনরায় মেরামতের ব্যাবস্থা নিলে চেয়ারআলী মিথ্যা তথ্যদিয়ে আদালতে একটি অভিযোর দায়ের করেন। ঐ বাড়ীর পৌর সভার হোল্ডিং নং ২ যার নিয়মিত পৌর কর পরিষদ করা।
এদিকে চেয়ারআলী চৌকিদার সংবাদ সম্মেলনে জানান, আমি লেখা পড়া জানিনা, জমি এওজ বদলের নামে আব্দুল রব মুন্সি আমার সাথে প্রতারণা করেছে। আমার জমি লিখে নিলেও সে অন্যের জমি আমাকে দলিল দিয়েছেন। এই প্রতারণার বিরুদ্ধে ও এওজ বদলের নিবন্ধনকৃত দলিল বাতিলের জন্য এবং আমার জমি ফেরৎ পেতে ২০০৩ সালে আদালতে মামলা করেছি। সে রাতের আঁধারে সন্ত্রাসী দিয়ে আমার ঘর ভেঙ্গে দেশীয় অস্ত্র প্রদর্শন করে জোর পুর্বক ঘর নির্মাণ করতেছে। আদালত বর্তমানে ঐ জমির উপর ১৪৫ ধারা জারি করলেও তা তিনি অমান্য করে চলছেন।
কালকিনি থানার উপপরিদর্শক ফায়েকুজ্জামান জানান, আদালতের নির্দেশ অমান্য করে আবদুর রব মুন্সি ভবন নির্মাণকাজ শুরু করলে তা বন্ধ করে দেয়া হয়েছে।

কালকিনিতে এইচ এস সি পরীক্ষার্থীকে কে হত্যার চেষ্টা

নাফিজ সিদ্দিকী তপু :
মাদারীপুরে কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী-মাদারীপুর গ্রামে প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে প্রেমিকা পিংকীর (১৭) আত্মীয়-স্বজন প্রেমিক হাফিজুল ইসলাম (২০) কে গত রবিবার সন্ধ্যায় ব্যাপক মারধর করে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের  পুয়ালী-মাদারীপুর গ্রামের কালাচান বেপারীর ছেলে হাফিজুল ইসলামের সাথে একই গ্রামে কালাম বেপারীর মেয়ে পিংকীর ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। পিংকীর  পরিবার বিষয়টি জানতে পেরে পিংকীর উপর অত্যাচার করায় পিংকী ২ বার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পিংকীকে নিয়ন্ত্রণ করতে না পেরে গত রবিবার পিংকীর ফুফাতো ও চাচাতো ভাই রনি বেপারী ও রাসেল হাওলাদারসহ আরো কয়েকজন মিলে হাফিজুলকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের বাড়ি সংলগ্ন খালের কাদার মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে কালকিনি থানা পুলিশ গিয়ে আহত হাফিজুলকে উদ্ধার  করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালকিনিতে এলজিইডি’র জমি দখল করে যুবলীগ সভাপতি’র ভবন নির্মাণ!

কালকিনি প্রতিনিধি :
অনিয়মতান্ত্রিকভাবে এলজিইডি অধীদপ্তরের জমি দখল করে কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি পাকা ভবন নির্মাণ করেছেন। এমনকি তার আত্মীয়-স্বজনরাও একাধিক ভবন নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। অবৈধ দখলদারদের উচ্ছেদে একাধিকবার উদ্যোগ নিলেও এই যুবলীগ নেতার তৎপরতায় উপজেলা প্রশাসন ব্যর্থ হয়। তার কারণে আশপাশের জমির প্রকৃত মালিকরাও জমিতে দখলে থাকতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার কালকিনি-ঠেঙ্গামারা সড়কের মাছ বাজার এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জমিতে আধা পাকা ভবন নির্মাণ করেছেন উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি এই ভবন নির্মাণ করেছেন। এতে তিনি এক কক্ষে তার ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভা এন্টাপ্রাইজ-এর কার্যক্রম পরিচালনা করেন এবং বাকী দুটি দোকান তৈরি করে ভাড়া দিয়েছেন। দোকান ভাড়া নেয়া ব্যবসায়ী মিঠু সরদার জানান, মনির হাওলাদারের কাছ থেকে ভাড়া নিয়ে গত ৬মাস ধরে এখানে ব্যবসা করছি। প্রতি মাসে তাকে ২ হাজার ২শ’ টাকা ভাড়া দিচ্ছি।
এলজিইডি’র জমিতে ভবন নির্মাণের সত্যতা স্বীকার করে উপজেলা এলজিইডি প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, ওই জায়গায় অবৈধ দখলদাররা দখলে নিয়েছে। ইউএনও স্যারে আলোচনা করেছে- উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐ জায়গা দখলমুক্ত করার উদ্যোগ শীঘ্রই নিবেন।
ইউএনও শাহরিয়াজ বলেন, এলজিইডির জায়াগায় দখেল করে অবৈধ দখলদাররা পাকা ভবন নির্মাণ করেছে। আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

শনিবার, ১৯ মে, ২০১২

শিক্ষক বটে... কালকিনিতে দলিলের সম্পত্তি দখল থাকা সত্তেও বাড়তি জমির ধান নিতে সন্ত্রাসী ভাড়া!

শহিদুল ইসলাম:
কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পুর্বচর কয়ারিয়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে তিতুমির কলেজের গণিত বিভাগের অধ্যাপক জামাল হোসেন হাওলাদার প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় নিজের দলিলকৃত জমির দখল থাকা সত্তেও অন্যের জমির ধান কাটার জন্য সন্ত্রাসী ভাড়া করে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চান বলে অভিযোগ পাওয়া গেছে।  
ভুক্তভোগী অভিযোগকারী সূত্রে জানা গেছে, জমাজমির বিরোধ নিয়ে ৪ মে নিজ ইউনিয়নের মাতুব্বর বাদ দিয়ে অন্য উপজেলার গণ্যমান্য শালিসদের নিয়ে শালিস বেঠক অনুষ্ঠিত হয়। ১২ মে বিরোধপূর্ণ জমির রায় দেয়ার কথা ছিল কিন্তুু জামাল হোসেন হাওলাদার গত ১১মে কয়ারিয়া ইউনিয়নের ময়দানের হাট থেকে ১৫/২০জনের একদল সন্ত্রাসী ভাড়া করে নিয়ে বিষাই চৌধুরী, ছিদ্দিক চৌধুরী ও আবুল হোসেন চৌধুরীর জমির ধান কাটতে গেলে দু’পক্ষের সংর্ঘষ বাধে এতে ১০জন আহত হয়। ক্ষমতাধর জামাল হাওলাদার তার ভাই কামাল হাওলাদারকে বাদী করে ১২মে বিষাই চৌধুরীকে প্রধান আসামী করে ১৮জনের বিরুদ্বে মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলার তদন্ত করতে গিয়ে ঘটনা জেনে পরের দিন ১৩মে জামাল হাওলাদারকে প্রধান আসামী করে, আবুল হোসেন চৌধুরীকে বাদী বানিয়ে ১৮জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করেন।
এ ব্যাপারে আবুল হোসেন চৌধুরী জানান, জামাল হাওলাদার একজন অধ্যাপক হয়ে আমাদের উপর যে অমানবিক অত্যাচার সন্ত্রাসী কর্মকান্ড করেন তা একজন শিক্ষকের দ্বারা কাম্য নয়। তিনি এলাকার কোন গণ্যমান্য শালিসদের মান্য করেন না, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। তিনি তার বোন রুবি বেগমকে দিয়ে আমাদের বিরুদ্ধে একের পর এক ষরযন্ত্র করে মামলা দিয়ে হয়রানি করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ মোল্লা বলেন, ১২মে শালিস মিমাংসায় রায় দেয়ার কথা ছিল কিন্তুু জামাল হাওলাদার ১১মে দলবল নিয়ে ধান কাটতে গেলে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। দু’পক্ষের মামলা হয়েছে আইনের মাধ্যমেই তারা তাদের বিচার পাবে।
এব্যাপারে জামাল হোসেন হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
   

শুক্রবার, ১৮ মে, ২০১২

গৌরনদীতে বাজারে আগুন দেয়ার অভিযোগে মামলার ৩ সাক্ষী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুর বাজারে অগ্নিসংযোগে ৮ টি দোকান ঘর ভস্মীভুত করার অভিযোগে গতকাল বুধবার ভোর রাতে মামলার ৩ জন সাক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল ভোর রাতে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারের  দোকানে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেয়। আগুনে ৮টি দোকান সম্পূর্ন ভস্মিভুত হয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হানিফ বেপারী বাদি হয়ে সৎ ২ ভাইকেসহ ৩ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহন করে গৌরনদী থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নিদের্শ দেন। গৌরনদী থানার ওসি মোঃ আবুল কালাম মঙ্গলবার মামলাটি রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মামলার সাক্ষী নন্দনপুট্রি গ্রামের মাওলা সরদার (৩২), মহিউদ্দিন সরদার (৩৫) ও আজিজুল হাওলাদারকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

কালকিনিতে ঝড়ো হাওয়ায় সেতু থেকে পড়ে মসজিদের ইমাম নিহত

শহিদুল ইসলাম :
মাদারীপুরের কালকিনিতে সাইকেলযোগে যাওয়ার সময় ঝড়ো হাওয়ায় সেতু থেকে পড়ে শেখ ইচাহাক (৫৫) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সে ইচাগুড়া গ্রামের রব মৌলভী বাড়ির মসজিদের ইমাম এবং তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরভাটপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাসিয়াতলা হাটে মরিচ বিক্রি করে বাইকেলযোগে শেখ ইচাহাক বাড়িতে যাচ্ছিলেন। এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম সরদারের বাড়ির পাশের সেতুর উপরে আসলে ঝড়ো হাওয়ায় বাইসাইকেল থেকে কাতহয়ে পড়ে। সেতুরটির রেলিং না থাকায় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এস আই আসফাক বলেন,সেতুর উপর থেকে পড়ে মৃত্যু হওয়ায় তার আত্তিয় সজন লাশ ময়না তদন্ত করতে দেয়নি। 

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

গৌরনদীতে হরতাল পালিত

গৌরনদী প্রতিনিধি
বিএনপির ডাকা হরতালের গতকাল বৃস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাস টার্মিনাল থেকে কোন যাত্রীবাহী লোকাল বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কিংবা বরিশালের নথুল্ল¬¬¬াবাদ বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে আসেনি। রিকশাÑভ্যান, ইজিবাইক, টেম্পো, ট্রলার টেম্পো ও নসিমন  স্বাভাবিক ভাবে চলাচল করলেও গৌরনদীর ওপর দিয়ে কোন দুরপ্লা¬¬ার বাস ও  ট্রাক যাতায়াত করেনি। বিএনপি কর্মী ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ ছিল। হরতালের পক্ষে বিপক্ষে রাজপথে পিকেটিং করতে দেখা যায়নি। অফিস আদালত, স্কুল কলেজে,  ব্যাংক বীমা খোলা থাকলে ও লোকজনের উপস্থিতি ছিল খুব কম।

গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ. মহিলাসহ আহত ১০

গৌরনদী প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামে দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টাহামলা ও সংঘর্ষে তিন মহিলাসহ উভয় পক্ষের  ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার বিকেলে উপজেলার বাঘমারা গ্রামের নবীন হাওলাদারের সাথে পাশ্ববর্তী কমলাপুর গ্রামের ফেরদৌস সরদারের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে নবীন হাওলাদারের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাঘমারা গ্রামের পল্ল¬ী চিকিৎসক আশ্রাফুল ইসলামের বাড়ির কাছে কমলাপুর গ্রামের নসিমন চালক লিটন সরদারের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ খবর জানাজানি হলে ফেরদৌস সরদারের নেতুত্বে পাল্টাহামলা চালালে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ও সংঘর্ষে মিতু খানম (১৫), আসলাম সরদার (৫০), রোকসোনা বেগম (২২), লিলি বেগম (৫০), নবীন হামলাদার (১৮), আলী আকবর (৩৬)সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। প্রথম চার জনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা  হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।উভয় পক্ষের  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

গৌরনদী প্রতিনিধি
পূর্ব শত্র“তাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বি এন পি নেতা মোঃ সহিদ মোল¬ার নেতৃত্বে একদল ক্যাডার আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের ছাত্রলীগ নেতা মোঃ সোহেল খান ২৫ কে বেধম মারপিট করে  তাকে বার্থী বাজারে আটকিয়ে রাখে। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোহেলের এলাকার লোকজন ও আতœীয়রা  বার্থী চেয়ারম্যান মোঃ শাজাহান প্যাদাকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ১ জনকে  আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ নিয়ে দু,গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে  রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

গৌরনদীতে বাজারে আগুন দেয়ার অভিযোগে মামলার ৩ সাক্ষী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুর বাজারে অগ্নিসংযোগে ৮ টি দোকান ঘর ভস্মীভুত করার অভিযোগে গতকাল বুধবার ভোর রাতে মামলার ৩ জন সাক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল ভোর রাতে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারের  দোকানে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেয়। আগুনে ৮টি দোকান সম্পূর্ন ভস্মিভুত হয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হানিফ বেপারী বাদি হয়ে সৎ ২ ভাইকেসহ ৩ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহন করে গৌরনদী থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নিদের্শ দেন। গৌরনদী থানার ওসি মোঃ আবুল কালাম মঙ্গলবার মামলাটি রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মামলার সাক্ষী নন্দনপুট্রি গ্রামের মাওলা সরদার (৩২), মহিউদ্দিন সরদার (৩৫) ও আজিজুল হাওলাদারকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

কালকিনিতে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম :
কালকিনি উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত সোমবার বিকালে কালকিনি অফির্সাস ক্লাবে সাংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামীলীগ। বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, খায়রুল আলম খোকন বেপারী, দেলোয়ার হোসেন দুলাল, আশরাফ বেপারি, জহিরুল আলম সিদ্দিকী, সরদার মোঃ লোকমান হোসেন, মনিরুজ্জামান হাওলাদার, ফরিদ সরদার, মসিউর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা আবদুল মালেক হাওলাদার,সাবেক কমিশনার লোকমান হোসেন, ওয়াহিদুজ্জামান বুলেট ও রুহুল আমিন মীর সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।   

ওসি শাহীন মন্ডলের দাম্ভোক্তি. . . ‘পাবলিকশালারা কত কথাই বলবে- সাংবাদিকরা যা পারেন লেখেন’

শহিদুল ইসলাম :
গভীর রাতে ঘরের ভিতর তল্লাশী চলাকালে একটি বাড়ি থেকে কোদাল নিয়ে দু’ঘন্টা পরে ফেরত দেয়ার বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় জানতে চাইলে কালকিনি প্রেসক্লাবের প্রচার সম্পাদক রফিকুল ইসলামকে মুঠোফোনে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল বলেন, ‘পাবলিকশালারা কত কথাই বলবে আপনারা সাংবাদিকরা শুনেন কেন? যা পারেন লিখেন। দেখি আপনারা লিখে কি করতে পারেন, এর আগেও তো অনেক লিখেছেন। কোদাল নিয়ে পুলিশ কি করতে পারে আপনারা জানেন না? আপনাদের কি কোন কমনসেন্স নাই? পাবলিকের কথা শুনে লিখে দেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টায় ওসি শাহীন মন্ডলের নেতৃত্বে পুলিশের টিম পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে বাড়ি বাড়ি তল্লাশী করার সময় ধলু বেপারীর স্ত্রী সেতেরা বেগমের কাছ থেকে একটি কোদাল নিয়ে দু’ঘন্টা পরে ফেরত দিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা ও ওসি’র ব্যক্তিগত দ্বন্ধের কারণে কোন ষরযন্ত্র করতে পারে। বিষয়টি বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকদের অবহিত করেন। প্রেসক্লাবে উপস্থিত হয়ে ফুলসোনা বেগম, রহিমা বেগম, মাহফুজা বেগম, খাদিজা বেগম, ইয়াসমিন ও খাদিজা আক্তার বলেন, ‘ঘরে পুরুষদের না পেয়ে পুলিশ এখন কোদাল নিয়ে ষরযন্ত্র শুরু করেছে। আমরা এখন অজানা আতংকে রয়েছি। পুলিশ আটকঅভিযানের সময় পুরুষদের না পেয়ে নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেিছ।’ তারা জানান, পুলিশের ভয়ে উত্তর রাজদী, জোনারদন্দী, লামচরী, কাশিমপুর, রামনগর ও মিনাজদী গ্রামে গত ৪দিন যাবৎ কোন পুরুষ ঘরে থাকতে পারছে না। এখন অস্ত্র মাটিতে পুঁতে রেখে কাউকে ধরাতে পারেন।
পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, ‘পুলিশ জনগণের সেবক। সে সাধারণ মানুষকে গালিগালাজ করতে পারেনা। ওসি গালিগালাজ করে থাকলে পুলিশ বিভাগের বদনাম করেছে।  বিষয়টি আমি দেখবো।’ 

এনায়েতনগরে ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন

মেহেদী হাসান:
কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার পশ্চিম আলিপুর বাজারে জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে সাইদুর রহমানের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন এনায়েত নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুস সালাম সরদার।বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন হাওলাদার, জাহাংগীর সরদার, নুর মোহাম্মদ মোল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় কাজী আবদুল মোতালেবকে সভাপতি ও কামাল হোসেন সরদারকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলী আকবর মৃধা, নুরুল ইসলাম সরদার, লতিফ সরদার, যুগ্ন সম্পাদক মফিজ মৃধা, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক ঢালি প্রমুখ।

বুধবার, ১৬ মে, ২০১২

গৌরনদীতে হেযবুত তওহীদের ৬ নারী সদস্য গ্রেফতার লিফলেট ও বই উদ্ধার

গৌরনদী প্রতিনিধি :
উগ্র মৌলবাদী সংগঠন হেযবুত তওহীদের নারী সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামে ইসলাম বিরোধী কথাবার্তা বলে তাদের সংগঠনের বই ও লিফলেট বিতরণ কালে ওই সংগঠনের নারী ৬ সদস্যাকে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে সংগঠনের প্রধান টাঙ্গাইলের করোটিয়ার বায়াজীদ খান পন্নীর লেখা ৩৯টি বই ও ৫০টি লিফলেট উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হেযবুত তওহীদের নারী ৭/৮ জন নারী সদস্য উপজেলার আধুনা গ্রামে গিয়ে সংগঠনের প্রধান টাঙ্গাইলের  করোটিয়ার বায়জিদ খান পন্নীর লেখা বই ও লিফলেট বিতরণ করতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের দুলাল খানের বাড়িতে গিয়ে তারা দাবি করে কালেমার মধ্যে ভুল আছে এবং কালেমা ঠিক নয়। এ ছাড়া তারা আগের প্রচারিত ইসলাম সত্য নয় ও ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়সহ ইসলাম বিরোধী নানা কথাবার্তা বলতে থাকে। এতে ওই বাড়ির মহিলা ও পুরুষ সদস্যসহ প্রতিবেশী মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়দের সাথে নারী সদস্যাদের বাকবিতন্ডার বাঁধে। এক পর্যায়ে স্থানীয়রা হেযবুত তওহীদের উপজেলার আঞ্চলিক আমীর শাহাজিরা গ্রামের মান্নান মীরের স্ত্রী দলনেত্রী বকুল বেগম(৫০), একই গ্রামের আব্বাস উদ্দিন বেপারীর কন্যা বাবুগঞ্জের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মোসাঃ বিথী আক্তার (১৬), আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী শাহানাজ (৪৫), সাকোকাঠি গ্রামের মফসের আলী খানের স্ত্রী মাহিনুর বেগম (৩৮), একই গ্রামের মোবারক হাওলাদারের কন্যা বাবুগঞ্জের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী নাজমুন নাহার বিথী (১৫), নলছিটি থানার তিমিরকাঠি গ্রামের মোঃ হারুন আর রশিদের কন্যা তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মোসাঃ আমেনা আক্তার (১৬) কে আটক করে। স্থানীয় জামে মসজিদের মাইকে জনৈক মুসল¬ী হেজবুত তওহীদের নারী ‘সদস্যদের আটকের  ঘটনা মাইকিং করে। এতে শত শত এলাকাবাসী ছুটে এসে আটককৃত  সদস্যাদের গণধোলাই দিয়ে উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মোঃ শাহজালাল খলিফা একদল পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে হেযবুত তওহীদের ওই ৬ সদস্যাকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে সংগঠনের প্রধান টাঙ্গাইলের করোটিয়ার বায়াজিদ খান পন্নীর লেখা আল¬াহর মোজেজা’র ৬টি বই, মহাসত্যের আহ্বায়ন’র ২৪ টি বই, হেযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য’র ৪টি বই, জেহাদ কেতাল ও সন্ত্রাস’র ৫টি বই. ৫০টি লিফলেট ও ৪টি ভিডিও সিডি উদ্ধার করে। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃত ওই ৬ নারী সদস্যকে গৌরনদী থানায় নিয়ে আসেন। উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস, আই শাহজালাল খলিফা জানান, আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার করে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে উপজেলার হোসনাবাদ বাজারে ওই সংগঠনের বই ও লিফলেট বিতরণ কালে এলাকাবাসী হেজবুত তওহীদের ৪ নোতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল।

গৌরনদীতে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামের আবুল হোসেন খানের কন্যা ও প্রবাসী রনি ভূঁইয়ার স্ত্রী লামিয়া বেগম (২০) গতকাল মঙ্গলবার সকালে বাবার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনক কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) ফোরকান আহম্মেদ জানান, গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার মোল্ল¬ারহাট গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী রনি ভূঁইয়ার স্ত্রী লামিয়া বেগম (২০)। গতকাল মঙ্গলবার সকালে সুন্দরদী গ্রামের বাবার বাড়ির শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন লামিয়াকে ঝুঁলন্ত অবস্থায় উদ্ধার করে। পরিবারের লোকজন লামিয়াকে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, লামিয়ার আত্মহত্যার পুরো ঘটনাটি রহস্যজনক।

সাংবাদিক টিটুর হত্যাকারীর বিচারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গৌরনদী প্রতিনিধি:
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদের ফটো সাংবাদিক শহিদুজ্জামান টিটুর হত্যাকারী ঘাতক চালক নাইমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গতকাল মঙ্গলবার সকালে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা শ্রমিক নেতা ও নৌ-মন্ত্রীর ব্যর্থতা তুলে ধরে অনতিবিলম্বে তার পদত্যাগের দাবি করা হয়।
গৌরনদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সময়-এর উদ্যোগে সকাল ১১ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সহসভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আহছান উল্ল¬¬াহ, মানবাধিকার ইউনিটির জেলা সভাপতি কে.এম শোয়েব জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্রসংসদের ভিপি কে.এম আনোয়ার হোসেন বাদল , সাংবাদিক এস.এম জুলফিকার ,তৌহিদী মাহমুদ তুহিন,  বিশ্বজিত সরকার বিপ্ল¬ব, মনীষ চন্দ্র বিশ্বাস, আমিন মো¬ল্লা, সঞ্জয় কুমার পাল, , এইচ.এম সুমন, উত্তম দাস, এ্যাটম বৈরাগী, দেলোয়ার সেরনিয়াবাত, প্রবীর বিশ্বাস ননী, উপেন চন্দ্র মন্ডল , সমাজ সেবক আব্দুল মালেক প্রমুখ।

মঙ্গলবার, ১৫ মে, ২০১২

কালকিনিতে বিয়ের দাবিতে নিখোজ মেয়েটির খোজ মিলেছে

শহিদুল ইসলাম:
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপির চর আলিমাবাদের নিবাস হাওলাদারের মেয়ে নিপা নিখোজ হওয়ার ঘটনা মিথ্যা প্রমানিত হয়েছে।গত শনিবার স্থানীয় চেয়ারম্যান ও মাদবরদের কাছে তার মা মেয়েটিকে হাজির করেছেন।
সরেজমিন ও মেয়েটির কাছ থেকে জানা যায়, মালেক মোল্লার ছেলে আলামিনের সাথে নিপার দীর্ঘ ২বছর প্রেমের সম্পর্ক চলে আসছিল। হঠাৎ সে বিয়ে করতে অশিকৃতি জানালে মেয়েটি তার বাড়িতে গিয়ে উঠলে আলামিন বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়েটি ২/৩ দিন থাকার পর হঠাৎ সে কাউকে কিছু না বলে অন্যত্র চলে গেলে মেয়েটির বাবা কালকিনি থানায় একটি গুমহত্যার মামলা দায়ের করেন। সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে মেয়েটি নিখোজ ওতাকে গুমকরেছে বলে তথ্য প্রদান করে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে । স্থানীয় গন্যমান্য মাদবরগন মেয়েটির বাবাকে চাপ দিলে সে মেয়েটিকে হুমায়ুন মোল্লার নিকট হাজির করেন।
এব্যাপারে  হুমায়ুন মোল্লা বলেন, আমার কাছে স্বপন হাওলাদার,কালু হাং মন্নান হাং ও ইদ্রিস হাং অভিযোগ করেন। মেয়েটিকে তার বাবা-মা অন্যত্র সরিয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমি খোজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় নিপার বাবা-মাকে চাপ প্রয়োগ করলে তারা মেয়েটিকে আমার বাড়িতে হাজির করেন।
কয়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরমোহাম্মাদ মোল্লা জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি মিমাংসা করার ব্যাবস্থা করা হচ্ছে।

কালকিনিতে ককটেল হামলার প্রতিবাদে ব্যাবসায়ীদের ধর্মঘট

রফিকুল ইসলাম :   
মাদারীপুরের কালকিনিতে উপজেলা চেয়ারম্যানের অফিসে ককটেল হামলার প্রতিবাদে ভূরঘাটা মজিদবাড়ি বাজার সমিতির ব্যাবসায়ীরা গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা ধর্মঘট পালন করে।
বাজার সমিতির সভাপতি জোনাব আলী সরদারের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন মীর সুজনের সঞ্চালনে বক্তব্য রাখেন  সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ বেপারী, ব্যাবসায়ী রাজ্জাক মাতুব্বর, এমারাত সরদার, কেন্দ্রীয় যুবলীগের নেতা মীর মামুনুর রশীদ,  পৌর কৃষকলীগের সভাপতি মস্তফা ঘারামী ও সোবাহান প্রমুখ।

কালকিনিতে উপজেলা চেয়ারম্যানের অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌরমেয়রকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন ওসি

কালকিনি অফিস :
কালকিনি উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জরুরী সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল পৌরসভার মেয়রকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। ৩ ঘন্টাব্যাপী সভায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে ওসি এই ঘোষণা দেন। তিনি পৌরমেয়র এনায়েত হোসেনকে ধরিয়ে দিতে সভায় উপস্থিত সকলকে অনুরোধ জানিয়েছেন। 
রবিবার রাত ১২টায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকের অফিসের বারান্দার ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পৌর মেয়রকে প্রধান আসামী করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা রেকর্ড করে। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়- ‘আওয়ামীলীগ আইনের প্রতি আস্থাশিল থাকায় রাজনৈতিক কর্মসূচিতে যাবে না।’ এই সিদ্ধান্তের পরের দিন ইউএনও শাহরিয়াজের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এই জরুরী সভা অনুষ্ঠিত হল। সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এতে ওসি শাহীন মন্ডল তার বক্তব্যে বলেন, মেয়রকে ধরতে না পারলে আমি কালকিনি থানা থেকে চলে যাব। উপজেলার সবাই এখানে আছেন, আপনাদের সহযোগীতায় আমি তাকে আটক করতে চাই।

সোমবার, ১৪ মে, ২০১২

কিটনাশক পানে মানসিক প্রতিবন্ধি কিশোরীর মৃত্যু

মেহেদী হাসান :
কালকিনিতে মানসিক প্রতিবন্ধি বিরু আক্তার পপি (১২) নামের এক কিশোরী কিটনাশক পানে মৃত্যু হয়েছে। সে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ছত্রিশঘর এলাকার মোকছেদ খাঁর মেয়ে। রবিবার রাত ৮টায় এ ঘটনা ঘটেছে।   
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সবার অগোচরে বিরু আক্তার পপি ঘরে রাখা কিটনাশক পান করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা চেয়ারম্যানের অফিসসহ দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

শহিদুল ইসলাম  :
মাদারীপুরের কালকিনি উপজেলা চেয়ারম্যানের অফিস ও বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যচর গ্রামের একটি বাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। থানায় এ ব্যাপারে পৃথক সাধারণ ডায়রী করা হয়েছে। রবিবার এ ঘটনা ঘটার পর থেকে এলাকায় এখনো থমথমেভাব বিরাজ করছে। উপজেলা চেয়ারম্যানের অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। 
ইউএনও অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টায় উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল দুটি অফিসের বারান্দায় বিস্ফোরিত হয় এবং এতে টাইলস আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এ সময় অফিসে কেউ ছিল না।
কর্তব্যরত নৈশ প্রহরী জামাল হোসেন, হারুন ও মোকছেদ জানান, ‘১২টা ১০ মিনিটের সময় অফিসের উত্তর পাশে কালকিনি- কাশিমপুর সড়কের উপর একটি মটরসাইকেল ২০ থেকে ৩০ সেকেন্ডর জন্য থামে। এরপরই ককটেল বিস্ফোরণের বিকট শব্দ হয়। মূহূর্তের মধ্যে মটরসাইকেলটি উধাও হয়ে যায়।’
এ ঘটনার পরপরই পুলিশ থানায় সাধারণ ডায়রী করেছে। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের টিম রাতে পৌর এলাকার জোনারদন্দি গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে। এ সময় লিটন নামের এক যুবককে আটক করে তার ঘর থেকে বের করলে লিটন অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুঠোফোনে লিটন জানান, ‘মামলা না থাকলেও আটকের কারণ জানতে চাইলে পুলিশ আমাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দিলে ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ শাহীন মন্ডল জানান, ‘বিস্ফোরিত ককটেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই রহস্য উৎঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’
ইউএনও শাহরিয়াজ বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় মর্মাহত ও আতংকিত। আমরা জিডি করতে চাইলে উপজেলা চেয়ারম্যানই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। উপজেলা পরিষদের চত্ত্বরে  চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক দাবী করেন, ‘শনিবার দুপুরে পৌরসভার দুই কাউন্সিলরের মধ্যে হাতাহাতির ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত কালকিনি থানার এসআই নুর হোসেন পৌরসভার মেয়র এনায়েত হোসেনের কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে এনায়েত হোসেন বলেন- কাউন্সিলর তোফাজ্জেল হোসেন দাদন হল আমার লোক আর কাউন্সিলর আকমল বেপারী উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকের লোক, আমি ইচ্ছা করলে ১০ মিনিটের মধ্যে উপজেলা চেয়ারমানের অফিস গুড়িয়ে ফেলতে পারি।’
এ ব্যাপারে এনায়েত হোসেন বলেন, ‘এসআই নুর হোসেনের কাছে এ ধরণের কোন কথা আমি বলিনি। কেউ প্রমাণও দিতে পারবে না। উপজেলা চেয়ারম্যানের দাবী সম্পূর্ণ অসত্য। আমাকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। রাতেই পুলিশ আমার বাড়িসহ এলাকায় তল্লাশী করেছে। এমনকি পুলিশ জিডি নিয়েও লুকোচুরি করছে।’  
এনায়েত হোসেনের সাথে কথা বলার সময় অন্য কেউ উপস্থিত ছিল কি-না জানতে চাইলে এসআই নুর হোসেন বিষয়টি এড়িয়ে যান, তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এ ঘটনায় সোমবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানের কক্ষে প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে মিটিং করেন।
এদিকে রবিবার দুপুর ২টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর গ্রামের বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যচর গ্রামের রফিজউদ্দিন বেপারীর ঘরে দুবৃত্তরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তার ঘরের সম্পূর্ণ অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইন্টারনেটের ভাষা বুঝুন

বি,এ,কে, মামুন
ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন  ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা পাওয়া যায়। অনেকেই হয়তো আমরা ভাষাগুলো বুঝতে পারি না, আজ এই ভাষার বোঝার জন্য আপনাদের সকলকেই কিছু Tips দিচ্ছি।
502 Bad Gatway : এটি দিয়ে বোঝানো হয়, নিদিষ্ট ওই সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। ডাউন স্ট্রিমে ক্রুটিপূণ সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large : ধারণা ক্ষমতার চেয়ে বেশি পরিমান অনুরোধ সার্ভাওে পাঠানো হয়েছে।
 204 Non-Authoritative Information (SinceHTTP/1.1) :সার্ভার যে তথ্য দিচ্ছে,তা অন্য কোনো সূত্র থেকে এসেছে।
403 Forbidden :সার্ভার অনুরোধ গ্রহন করেনি।
400 Bad Request :অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি।
404 Not Found :  বর্তমানে পাওয়া যাচ্ছেনা, তবে পরে পাওয়া যেতে পারে।
410 Gone :বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবেনা।
408 Request Timeout :অনুরোধ কওে সার্ভারের সাড়া  পাওয়ার সময় অতিক্রান্ত হয়ে গেছে।

গৌরনদীতে যুবদল নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রফিক চোকদ্দারকে নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করে ক্ষমতাসীন দলের লোকজন। পুলিশ আওয়ামীলীগের পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। এ ঘটনার প্রতিবাদে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
গতকাল শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ উপজেলা যুবদলের সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুণ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়র আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফজাল সিকদার, বিএনপির নেতা গোলাম হোসেন মাস্টার, আঃ আউয়াল লোকমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, পৌর যুবদলের সভাপতি নান্না খান, সাধারন সম্পাদক জামাল হোসেন হাওলাদার, সাইফুল ইসলাম শামীম, মোঃ জাকির সরদার, মোঃ হুমাযূন কবির, মোঃ আলী হেসেন শরীফ, মোঃ জসিম হাওলাদার, মোঃ জহীরুল ইসলাম জহির, মোঃ আলমগীর হেসেন, মোঃ মাছুম হাওলাদার, মোঃ শাহজাদা শরীফ, মোঃ মাছুম বিল্ল¬াহ মিলন, মোঃ আলতাফ হোসনে মাষ্টার, এস এম সুমন, মোঃ মনির হাওলাদার, মোঃ বেল¬াল হেসেন প্রমুখ। বক্তরা যুবদল নেতা রফিক চোকদ্দারসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন।



গৌরনদীতে চার হিযবুত তাওহীদের নেতা-কর্মী গ্রেফতার : আহত ৫

লিফলেট ও বই বিতরন কালে এলাকাবাসীর সাথে সংঘর্ষ
গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে ইসলাম বিরোধী লিফলেট ও বই বিতরনকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে এলাকাবাসীর সাথে হিযবুত তাওহীদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে চার হিযবুত তাওহীদের নেতাকর্মীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনেন।
হোসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হিযবুত তাওহীদের ৮ থেকে ১০ নেতা-কর্মীরা হোসনাবাদ বাজারে ইসলাম বিরোধী লিফলেট ও বই বিতরন করে। এসময় তারা বলে কালেমার মধ্যে ভুল আছে। কালেমা ঠিক নয়। এ ছাড়া ইসলাম বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে। স্থানীয় বাজারের মুসলমানের মধ্যে ধর্মের অনুভতিতে আঘাত আনে। এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে হিযবুত তাওহীদের লোকজন হামলা চালিয়ে স্থানীয়  জুট ব্যবসায়ী বাদল হাওলাদারের ওপর হামলা চালায়। এ প্রতিবাদে ব্যবসায়ীরা পাল্টা হামলা চালায়। উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ব্যবসায়ী সরোয়ার হোসেন, রাজ্জাক তালুকদার, মান্নাসহ পাঁচ জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ধাওয়া করে হিযবুত তাওহীদের নেতা শেখ মহিতুর রহমান মুন্না, কর্মী শহিদুল ইসলাম ফকির, মারুফ বিল্ল¬াহ, আক্কাস মৃধাকে পচিশটি লিফলেট ও ১০ টি বইসহ আটক করে। হামলার প্রতিবাদে ও আটককৃতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক শাহজালাল খলিফা জানান, আটককৃতদের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শোক সংবাদ মুক্তিযোদ্ধা আবুল কালাম বেপারী (মন্টু মাষ্টার)

 মেহেদী হাসান :
কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর বালিকা  বিদ্যায়ের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম বেপারী (মন্টু মাষ্টার) রবিবার সকালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ  হয়ে তার নিজ বাড়িতে শেষ নিস্বাস ত্যাগ করেন (ইন্নালি. . . . রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।


শনিবার, ১২ মে, ২০১২

স্থানীয় সরকার নির্বাচনে আমার কোন সম্পৃক্ততা ছিলনা - সৈয়দ আবুল হোসেন

খায়রুল আলম ও শহিদুল ইসলাম :
সবসময়ই দক্ষতা, স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন বলে দাবী করে নিজ এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংক আমার বিরুদ্ধে অহেতুক অসত্য অভিযোগের তীর ছুড়েছে। কিন্তু দুদকের তদন্তে সকল অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে। পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, অসত্য অভিযোগ তুলেছে, তারা সবাই একদিন আমার সততা ও স্বচ্ছতার কাছে লজ্জিত হবে। তিনি আরো দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচনে আমার কোন সম্পৃক্ততা ছিলনা। এবিষয়ে আমাকে দোষারোপ করা আপনাদের সমীচিন হয়নি।
গতকাল রবিবার সন্ধায় কালকিনিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মহান স্বাধীনতা দিবস ও কলেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুই বছরে পদ্মা সেতুর জন্য যে কাজ সম্পন্ন করেছি, সে কাজ করতে বঙ্গবন্ধু সেতুতে সময় লেগেছে ১০ বছর। আমার বন্ধু বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের এবং রেলমন্ত্রী শ্রীযুক্ত সুরঞ্জিত সেনগুপ্ত এখন আমার নেয়া প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিচ্ছেন, সম্পন্ন ও উদ্ধোধন করছেন।
অধ্যক্ষ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর, জেলা প্রশাসক নুর-উর-রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান বুলেট প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী উপজেলার সাড়ে ৭শ’ মুক্তিযোদ্ধাকে স্বাধীনতা সম্মাননা পদক প্রদান করেণ। এ সময় ‘একজন মুক্তিযোদ্ধার কিছু কথা ও গান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেণ। এছাড়াও মন্ত্রি ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্মান্টে’ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ।
সৈয়দ আবুল হোসেন বলেন, বিগত সরকারের সময় আমার বিরুদ্ধে ২টি পাসপোর্ট সংক্রান্ত অভিযোগ আনা হয়। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ, গল্প লেখা হয়। অথচ তদন্তে প্রমাণিত হয়েছিল, এতে আমার কোন সম্পৃক্ততা ছিল না। আমার এক ব্যক্তিগত কর্মকর্তার সামান্য ভুলের জন্য ঘটনাটি ঘটেছিল। তখন স্বচ্ছতার জন্যই আমি পদত্যাগ করেছিলাম। এজন্য সাংবাদিক বন্ধুরা আমার প্রশংসা করেননি। উল্টো মনের মাধুরী দিয়ে গল্প লিখেছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় যোগাযোগমন্ত্রীর অফিস সংস্কার নিয়ে সাংবাদিকরা বড় বড় গল্প লিখেছেন। অসত্য খবর ছেপে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন। তখন অফিস সংস্কারের জন্য আনুমানিক ৭লক্ষ ২০হাজার টাকা গণপূর্ত মন্ত্রণালয় ব্যয় করেছে। অথচ বিভিন্ন পত্রপত্রিকায়  এককোটি ২০লক্ষ টাকা ব্যয়ের কথা উল্লেখ করে খবর প্রকাশ করেছেন। এনিয়ে প্রতিবেদন, কার্টুন, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় ছেপেছেন। যোগাযোগমন্ত্রীর অফিসটি আজো সে অবস্থায় আছে। যে-কোন লোক বর্তমান যোগাযোগমন্ত্রীর অফিসে গেলে বুঝতে পারবেন- সাংবাদিক বন্ধুদের প্রকাশিত সংবাদ ছিল অসত্য, ছিল উদ্দেশ্য প্রনোদিত-তা পরিস্কার বুঝা যাবে। একইভাবে যোগাযোগমন্ত্রীর গাড়ী কেনা নিয়ে কাল্পনিক এক গাড়ীর ছবিসহ সংবাদপত্র খবর প্রকাশ করেছেন, কার্টুন ছেপেছেন অথচ সেই গাড়ী কখনো কেনা হয়নি।
এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন, আমার ব্যবহারের জন্য সরকারি গাড়ীর প্রয়োজন হয় না। এরপরও সাংবাদিক বন্ধুগণ অসত্য কথা লিখেছেন।
তিনি বলেন, সৎ পথে উপার্জিত অর্থে আমার আয়ের টাকায় অর্থাৎ ‘ট্যাক্স পেইড মানি’ দিয়ে, ২০০৫সাল থেকে আমার গ্রামে, শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ সংলগ্ন অতিথি ভবন নির্মাণ করেছি- যার কাজ এবছর সমাপ্ত হয়েছে, সে সম্পর্কে একটি পত্রিকায় ব্যানার হেডে, বাড়ীর ছবি দিয়ে, আমার বিরুদ্ধ বড় গল্প রচনা করেছে। পত্রিকায় অসত্য খবর প্রকাশের অনেক পূর্বেই ভবনের প্রতিটি নির্মাণ কাজের হিসার আয়কর রিটার্ণ দাখিল করা হয়েছে। এর পূর্বে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হলেও, তা নিয়ে বিভিন্ন পত্রিকায় নেতিবাচক গল্পের অবতারণা করেছে। নামে-বেনামে চিঠি দিয়েও কতিপয় দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী আমার সম্পর্কে জনমনে ভুল ধারণা দিতে সৃষ্টির জন্য আমার বিরুদ্ধে পত্রিকায় লিখেছেন, টিভিতে, টকশোতে নেতিবাচক অসত্য আলোচনা করেছেন।
মন্ত্রী অত্যন্ত নম্র ও বিনয়ের সাথে বিদায়ের সুরে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ২০ বছরে এলাকায় অনেক যোগ্য নেতা-কর্মী তৈরি হয়েছে। এলাকার পরবর্তী নেতৃত্ব দেয়ার জন্য আপনারা এখন তাদের মধ্য থেকে যোগ্য, সুশিক্ষিত, দক্ষ, সৎ নিবেদিত নেতা খুজেঁ নিবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সততার উপর জোর দিয়ে তিনি বলেন, সততা, স্বচ্ছতা,  ন্যায় ও বিনয়ের উপর আমার জীবন প্রতিষ্ঠিত। দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে আমি সমান চোখে দেখি। আমি কারো উপকার করতে না পারলেও কোনদিন করো ক্ষতি করিনি। বিগত দিনে যারা আমার বিরুদ্ধে, নামে-বেনামে লিফলেট বিতরণ করেছেন, বেনামে চিঠি লিখেছেন, কুৎসা রটনা করেছেন, এখনো পশ্চাতে আমার বিরুদ্ধে অনাকাঙ্কিত কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলিনি। তাদেরকে আমি তিরস্কারও করিনি। আমার ব্যবহার, সৎ আচরণ ও কাজের মাধ্যমে এর উত্তর দেয়ার চেষ্টা করছি। এটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য।

মন্ত্রীর কাছে ওসি শাহিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ

অফিস ডেস্ক :
কালকিনি থানায় বিনা কারণে দুইজনকে আটকের পর ওসিসহ ৩/৪জন এসআই মিলে পর্যায়ক্রমে নির্যাতনের ঘটনা তদন্তের নামে লোজ দেখানো তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে নির্যাতিতরা ওসি শাহিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এদিকে নির্যাতিতরা ওসির বিরুদ্ধে সংবাদকর্মীদের কাছে তথ্য দেয়ায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
ভূক্তভোগী সুত্রে জানা যায়, গত সোমবার রাত ৮ টায় কালকিনি মাছ বাজারের কাছ থেকে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার খলিল হাওলাদার ও চর ঠেঙ্গামারা গ্রামের আঃ গণি বেপারির ছেলে আবুল কাশেমকে কোন মামলা ছাড়াই আটক করা হয়। আটকের পর থানায় এনে ওসি শাহীন মন্ডল, এসআই নুর হোসেন, ফায়েকুজ্জামান ও আশফাকুল ইসলাম মিলে অমানবিক নির্যাতন চালায়। এ সময় অজ্ঞান হয়ে পড়লে রাত ১১ টা ৩৫ মিনিটে আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় থানায় নিয়ে যাওয়া হয়। কাশেমের অবস্থা আশঙ্গাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অপূর্ব মল্লিক রোগিকে ভর্তি করতে বললেও পুলিশ ভর্তি করেনি। কিন্তু থানায় কোন মামলা না থাকায় পুলিশ মঙ্গলবার সকালে আবুল কাশেমকে ছেড়ে দেয়। পরে কাশেমের স্বজনরা তাকে থানা থেকে নিয়ে দুপুর সোয়া ১২ টায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালকিনি থানা পুলিশের অমানবিক নির্যাতনের ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপার নজরুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের কাছে তার বক্তব্য ছিল এরকম-  ‘খলিল হাওলাদার ও কাশেম বেপারী নামের দুজনকে মামলা না থাকলেও থানায় আটকে ওসিসহ ৩/৪ জন এসআই মিলে অমানবিক নির্যাতনের বিষয়টি সংবাদকর্মীদের কাছে শুনেই মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
খন্দকার ফরিদুল ইসলাম তদন্ত কমিটির দায়িত্ব পেয়েই রাতে তদন্তের জন্য কালকিনি থানায় পরিদর্শনে আসেন। ওসি’র কক্ষে ওসিসহ এসআই ও এএসআইদের নিয়ে ঘন্টাব্যাপী রুদ্ধধার বৈঠক করেন। তদন্ত প্রতিবেদন দেয়ার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
এ ব্যাপারে খন্দকার ফরিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ডিআইজি অফিস থেকে আমার অফিসে অডিট হওয়ায় তদন্ত করতে পারি নাই। আগামী সোমবার পর্যন্ত তদন্তের সময় বাড়ানো হয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলেছি, সেসময় ভিকটিমকে পাইনি।
তিনি আরো বলেন, শুক্রবার রাতে মন্ত্রী স্যারের সাথে এ ব্যাপারে আমার কথা হয়েছে। বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে পুলিশ দোষী প্রমাণীত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নির্যাতনের ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকায় ও টিভিতে দেখায় ওসি ফের গ্রেপ্তারের জন্য নির্যাতিত পরিবারকে হুমকী দেন। গ্রেপ্তারের ভয়ে পািলয়ে বেড়াচ্ছেন এই নির্যাতিত দুই পরিবারের লোকজন।
বিশ্বস্থ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, পালিয়ে থাকার পর শনিবার সকাল ১১টায় কাশেম বেপারী স্থানীয় সাংসদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সাথে উপজেলার ডাসার এলাকার েেশখ হাসিনা একাডেমী অ্যান্ড কলেজের হলরুমে দেখা করেন। মন্ত্রীর কাছে কাশেম বেপারী তার উপর পুলিশের নির্যাতনের চিহ্ন দেখান। মন্ত্রী কাশেমের কাছ থেকে পুলিশে অমানবিক নির্যাতনের ঘটনার বর্ণনা শুনে বলেন, ‘ওসি’র আক্রোশ বসত: নির্যাতনের ঘটনা পুরো সত্য, বিষয়টি আমাকে অনেকেই জানিয়েছেন।’ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, নির্যাতিত পরিবারের লোকজনসহ শ’শ’ এলাকাবাসী।
নির্যাতিত কাশেম বেপারী এ প্রতিবেদককে জানান, ‘গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকতে পারছি না। মন্ত্রীর সাথে দেখা করে ওসি’র নির্যাতনের নির্মম কাহিনীর বর্ণনা করলে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ঘটনা যে সত্য তা মন্ত্রীও স্বীকার করেছেন। আমরা ওসি’র অপসারণ চাইলে তিনি নিরব থাকেন, কোন কিছু বলে আমাদের আশ্বাস দেননি।’ তদন্ত কমিটির ব্যাপারে তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছ বলে শুনেছিলাম কিন্তু দেখিনি। তদন্তের জন্য কেউ আমার সাথে সরাসরি বা মোবাইল ফোনেও যোগাযোগ করেনি।’
এসআই ফায়েকুজ্জামান জানান, ‘তদন্ত কমিটি গঠনের ব্যাপারে আমার কোন কিছু জানা নেই। সাংবাদিকরা ছাড়া কেউ আমার সাথে এ বিষয়ে কোন কথা বলেনি।’


কয়ারিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

শহিদুল ইসলাম:
শুক্রবার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে বিবাধমান জমিতে ধান কাটতে গেলে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় উভয়পক্ষ অভিযোগ দিলে পুলিশ একপক্ষের মামলা নিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিবাধমান জমির হাবুল চৌধুরীর কাটা বোরোধান জামাল হোসেন হাওলাদার লোকজন নিয়ে আনতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ায় কামাল হোসেন (৩০), শরিফুল (২৬), শফিউল (২৮), সাইদুল হক (৫৮), রুবি বেগম (৩৫), হাবুল চৌধুরী (৩০), সিদ্দিক চৌধুরী (৬০), মিন্টু চৌধুরী (২৫), মঞ্জুর আলম (১৪) ও আলেয়া বেগম (৬০) আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামাল হাওলাদারের অভিযোগটি মামলা হিসেবে রেকড করেছে।
কয়ারিয়া ইউনিন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা জানান, রবিবার উভয়পক্ষ নিয়ে শালিস মিমাংষা বসেছিলাম। শনিবার রায় দেয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

10

10 by weekly kalkini
10, a photo by weekly kalkini on Flickr.

শুক্রবার, ১১ মে, ২০১২

কালকিনিতে ৪ গ্রাম পুরুষ শূণ্য, ব্যাপক তল্লাশি, ভাংচুর, অস্ত্র উদ্ধার!

কালকিনি অফিস :
কালকিনি থানার সামনের গ্রাম ঠেঙ্গামারা এলাকায় পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর অলিল হাওলাদার ও তার চাচাত ভাই সাবেক পৌর কমিশনার খলিল হাওলাদারের পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার সময় অর্ধশতাধিক বোমার বিস্ফোরণের ঘটনায় গত ৩ রাতে পুলিশ ৪টি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক তল্লাশি করেছে। পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে বাড়িঘর ছেড়ে পুরুষরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ সময় পুরুষদের না পেয়ে পুলিশ নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বাড়িঘর ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খেলার মাঠ ও বোরো ধান ক্ষেত থেকে ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় থানার উপপরিদর্শক ফায়েকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে থানার সামনের গ্রাম উত্তর ঠেঙ্গামারা এলাকায় মামলার এজাহারভূক্ত আসামী ধরার অভিযানের নামকরে আল-আমিন সরদারের বাড়িতে গিয়ে ঘরের ভিতরে তল্লাশি করে। এ সময় সে আসামী আল-আমিনকে না পেয়ে বাড়িঘর ভাংচুর এবং নারী ও শিশুদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল-আমীনের মা তাসলিমা বেগম ও স্ত্রী শাহনাজ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়েকুজ্জামান তল্লাশি করে ঘরের ভিতরে কোন পুরুষ লোক না পেয়ে আমাদের পাকের ঘরের চুলা ভেঙে দিয়েছে। ঘর-দুয়ার পিটাইছে। তার গালিগালাজের ভাষা শুনে এখন আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করছে।’
এলাকা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে হাতবোমা বিস্ফোরণের ঘটনার পর থেকে ঠেঙ্গামারা. উত্তর ঠেঙ্গামারা, পাতাবালি ও পাঙ্গাশিয়া গ্রামের পুরুষরা পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এলাকায় পুরুষ লোক না থাকায় বোরো ধান কাটতে না পারায় পেকে জমিতে পড়ে যাচ্ছে। ভাংচুরের বিষয়টি স্বীকার করে ফায়েকুজ্জামান বলেন, ভাংছি ভাল হয়েছে। আল-আমিন ৬/৭টি মামলার আসামী, ওর আবার চুলার বা বাড়িঘরের দরকার কি?
ওসি শাহীন মন্ডল জানান, রবিববার রাতে পাতাবালি খেলার মাঠ ও একই এলাকার দেলোয়ার সরদারের বোরো ধানের ক্ষেত থেকে ৭টি ল্যাজা ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। থানায় দায়েরকৃত উভয়পক্ষের ২টি মামলায় এ পর্যন্ত ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য সার্বোক্ষনিক পুলিশের ৩/৪টি টিম কাজ করছে।


কালকিনিতে দুই যুবককে থানায় অমানবিক নির্যাতনের ঘটনার তদন্তে কমিটি গঠন

বিল্লাল হোসেন : কালকিনি থানায় দুই যুবককে আটকের পর অমানবিক নির্যাতনের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাদারীপুর পুলিশ সুপার নজরুল হোসেন জানান, ‘খলিল হাওলাদার ও কাশেম বেপারী নামের দুজনকে মামলা না থাকলেও আক্রোশ বশত: থানায় আটকে ওসিসহ ৩/৪জ এসআই মিলে অমানবিক নির্য়াতনের বিষয়টি সংবাদকর্মীদের কাছে শুনেই মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’
ভূক্তভোগী সুত্রে জানা যায়, গত সোমবার রাত ৮ টায় কালকিনি মাছ বাজারের কাছ থেকে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার খলিল হাওলাদার ও চর ঠেঙ্গামারা গ্রামের আঃ গণি বেপারির ছেলে আবুল কাশেমকে কোন মামলা ছাড়াই আটক করা হয়। আটকের পর থানায় এনে ওসি শাহীন মন্ডল, এসআই নুর হোসেন, ফায়েকুজ্জামান ও আশফাকুল ইসলাম মিলে অমানবিক নির্যাতন চালায়। এ সময় অজ্ঞান হয়ে পড়লে রাত ১১ টা ৩৫ মিনিটে আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় থানায় নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার অপূর্ব মল্লিক রোগিকে ভর্তি করতে বললেও পুলিশ ভর্তি করেনি। কিন্তু থানায় কোন মামলা না থাকায় পুলিশ মঙ্গলবার সকালে আবুল কাশেমকে ছেড়ে দেয়। পরে কাশেমের স্বজনরা তাকে থানা থেকে নিয়ে দুপুর সোয়া ১২ টায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কাশেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ সুপার ওই তদন্ত কমিটি গঠন করেন।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল জানান, ‘তদন্ত কমিটি মঙ্গবার রাত সাড়ে ৯টায় থানায় পরিদর্শন করেছে এবং এখনো তদন্তকাজ চলছে।’


পুলিশ সুপারের আবেদনে স্থানীয়দের উদ্যোগে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির মাটি কাটার কাজের উদ্বোধন

শহিদুল ইসলাম:
কালকিনি উপজেলার বাঁশগাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের মাটি কাটার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার নজরুল হোসেনের আহ্বানে ও স্থানীয়দের উদ্যোগে ভবন নির্মাণের জায়গায় মাটি কাটার কাজ শুরু করেছে। বৃস্পতিবার সকালে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঢালী ও সমাজসেবক মজিবর রহমান মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাটি কাটার কাজের উদ্বোধন করেন।
স্থানীয়ও সরেজমিন সুত্রে জানা যায়, উপস্বাস্থ্য কেন্দ্র ছেড়ে নিজস্ব ভবনে যাওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। এ উপলক্ষে বুধবার সকালে তদন্তকেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার নজরুল হোসেন ১০ হাজার টাকা, বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ৫০ হাজার টাকা, খাঁসেরহাট বণিক সমিতি ৫০ হাজার টাকা, ঠিকাদার বাবুল আকন ১০ হাজার টাকা, ব্যবসায়ী সরোয়ার সরদার ১০ হাজার টাকা, মন্নান সরদার ১০ হাজার টাকাসহ স্থানীয়রা মোট ৩ লক্ষ টাকা ভবন নির্মাণের জমিতে মাটি কাটার কাজের জন্য সহায়তা দেন। গত বৃহসপতিবার সকাল ৮টায় মাটি কাটার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাঁশগাড়ী ইউপি সচিব আকন মোশারফ হোসেন, বাঁশগাড়ী ইউপিনয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য মালেক বেপারী, আফজাল হোসেন সরদার,ফরিদ হোসেন মৃধা, ও শাজাহান সরদার প্রমূখ।
জানা গেছে ১৯৬০ সালে অপরাধ দমনের জন্য এন্ট্রি ডকাতি পুলিশ ক্যাম্প প্রথম খাসেরহাট বন্দর বাজার এলাকার ব্যবসায়ী মুজিবুর রহমান মন্টু তার একটি দোকান ঘরে পুলিশের অন্থায়ী ক্যাম্প বসার অনুমতিদেন এবং ১একর ৮শতাংশ জমি পুলিশ তদন্তকেন্দ্রের ভবন নির্মানের জন্য দান দলিল দেন । ১৯৯০ সাল পযর্ন্ত স্থানীয় ব্যাবস্থাপনায় পুলিশ ক্যাম্পটি ছিল। এরপর ১৯৯২ সালে বাশগারীতে একটি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মান করলে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের সাথে আলোচনা করে পুলিশ তদন্ত কেন্দ্রেটি ১৯৯৭ সালে হাসপাতালে স্থানান্তর করেন। ২০০৩-৪ সালে পুলিশ ভবন নির্মানের টেন্ডার আহবান করলে আলআমিন ট্রের্ডাস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পায় কিন্তুু নির্মান সামগ্রীর মুল্য বৃদ্দি পাওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ ফেলে পালিয়ে গেলে তাদের জামানত বাজেয়াপ্ত করা হয় যায়। এরপর ভবন নির্মানের কাজের আর কোন পদক্ষেপ নেয়া হয়নি। ৮ বছর পরে মাদারীপুরের পুলিশ সুপারের উদ্যোগে ফের কাজ শুরু হয়।
বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঢালী জানান, তিনটি জেলার পাঁচটি উপজেলার দুর্গম এলাকা হওয়ায় একসময় এখানে পুর্ব বাংলা সর্বহারাপার্টির সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। খাঁশেরহাট বন্দর পুলিশ তদন্তকেন্দ্রটি হওয়ায় এখন সাধারন মানুষ নির্ভয়ে রাতে ঘুমাতে পারছে। এখানের আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশ তদন্তকেন্দ্রটি অতিব জরুরী।

গৌরনদীতে বিএনপির পৃথক দুইটি বিক্ষোভ মিছিলের একটিতে পুলিশের বাঁধা

গৌরনদী প্রতিনিধি :
মহাসচিবসহ কেন্দ্রীয় বিএনপির নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের ও  এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে  গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে। এ সময় ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। পরে গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিন পাশের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, হাফিজুর রহমান টিপু, আবুল হোসেন মিয়া, গোলাম হোসেন মাষ্টার, মঞ্জুরল আহসান মিলন, আনোয়ার সাদ্দাদ তোতা, শাহ আলম ফকির, যুবদল নেতা শফিকুর রহমান শরীফ স্বপন, রফিক চোকদ্দার, নান্না খান, জামাল হাওলাদার প্রমুখ।   এ দিকে উপজেলা বিএনপির অপরাংশ বিকেলে গৌরনদীর গয়নাঘাটা কাঁচা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে  গৌরনদী বাসস্ট্যান্ডস্থ তাদের দলীয কার্যালয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিজ্জামান মিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলী আকবর মোল্ল¬া, দুলাল আকন, তায়েফুর রহমান কচি, হাফিজুর রহমান, যুবদল নেতা সাবেক পৌর কমিশনার জাকির শরীফ, ফরিদ মিয়া, ছাত্রদল নেতা রিয়াজ ভূইয়া, মাহফুজ মোল্ল¬া প্রমুখ। গৌরনদী থানার উপপরিদর্শক স্বপন কুমার বলেন, মহাসড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মিছিলকারীদের সড়িয়ে দেয়া হয়েছে।